লিখব লিখব করে ও সময় এর অভাবে কিছু লেখা হয়না।অনেক দিন হয়ে গেল দেশ ছেড়ে লন্ডন এ আছি।আমার মনে হয় দেশ ছাড়লে বুঝা যায় আমরা দেশ কে কতটা ভালবাসি।৫২,৭১ আমরা দেখিনি,তাই মাঝে মাঝে ভাবি সেই সময় আমি যদি থাকতাম তবে কি করতাম,দেশের জন্য লড়তাম নাকি রাজাকার হতাম।তবে দেশের কুনু সুনামে যখন গরব বোধ করি আর দুরনামে কস্ট লাগে তখন মনে হয় দেশকে কিছুটা হলে ও ভালবাসি।আমাদের ২১শে ফেব্রুয়ারী আজ বিশশ মাত্রিভাসা দিবস,ভাবতেই বুকটা একেবারে ভরে যায়।সে বিসয় নিয়েই আজ একটা ঘটনার কথা বলছি,আমার এক আত্ব অহঙ্কারি সহকরমি সেদিন খুব গরব করে বলছিলেন উনার ভাইয়ের মেয়ের কথা।উনার ভাই বাংলাদেশে সচিব লেভেল এর একজন অফিসার,উনার সাথে কথা হচ্ছিল উনার ভাইয়ের ছেলে মেয়ে সম্মন্দে।আমরা জিজ্ঞেস করছিলাম ওরা কে কি করে,ত উনি খুব গরব করে বললেন, আরে আমার ভাতিজি ত উচ্চ সিক্কিত ইংলিশ এ কথা বলে সবসময়,বাংলায় কথা বলতে সামান্ন ই জানে,তবে বুঝে।কি বলব উনাকে ,কিছু বলতে ও ইচ্ছে করছিল না।শুধু নিজের মাথাটাই লজ্জায় হেট হয়ে গিয়েছিল।আফসুস, আমাদের বাংলা কে নিয়ে যখন দুনিয়ার মানুসের সামনে গরব করার কথা তখন নিজের মানুসদের কারনেই নিজের মানুসদের সামনে ই লজ্জায় মাথা নুয়ে যায়।হায় আল্লাহ আমাদের আর দইরজ নয় কিছু বুদ্দি ও মগয দাও।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




