জয়পুরহাটে সোমবার পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। ইসলামী ছাত্রশিবিরের কর্মী নিহত এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে শিবিরকর্মীরা সকাল সাড়ে ৯ টায় বাজলা স্কুল এলাকায় একটি অটোরিকশা পুড়িয়ে দেয়।
হরতালে সব ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া শহরে র্যাব সদস্যও মোতায়েন করা হয়েছে।
গত কয়েক দিন আগে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে পুলিশের আঘাতে জয়পুরহাটের এ শিবিরকর্মী মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে সে মারা যায়। কর্মসূচি পালনকালে বিপুল সংখ্যক শিবির কর্মী, সাধারণ জনগণ ও পুলিশ আহত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




