♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)
ব্লগার মানেই জটিল ভাই নয়,
মডু মানেই জাদিদ নয়,
আওয়ামিলীগ মানেই বাঙালি নয়,
জামাত-শিবির মানেই মুসলমান নয়,
ইসকন মানেই হিন্দু নয়,
জয় বাংলা মানেই দেশপ্রেম নয়,
জয় শ্রী রাম মানেই হিন্দুবাদ নয়,
আল্লাহু আকবার মানেই জঙ্গী নয়!
কিন্তু বর্তমানে এটাই যেনো ট্রেন্ড হয়ে গেছে। আগে দর্শনদারী, বাদে গুণ বিচারি। এর মতো নিকৃষ্ট কোনো মতবাদ আছে বলে অন্তত আমার মনে হয় না। একজন মানুষের দাঁড়ি-টুপি বা তিলক-গেরুয়া কেনো এই ধারণা দিবে যে সে ভন্ড?
এ ধরণের চিন্তা করাও পাপ। কিন্তু আজ এটা করাই আধুনিকতা! কারো চেহারা বা কথা শুনেই তার সম্পর্কে কেনো নেগেটিভ ধারণা করতে হবে?
আপনার ভন্ডামির কারণে কেনো আমার ধর্ম পালন বাঁধাগ্রস্ত হবে?
আপনার কপটতার কারণে কেনো আমার মানবতা লাঞ্ছিত হবে?
জটিল ভাই খারাপ মানেই কেনো সব ব্লগারকে খারাপ বলতে হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



