নতুন বাসায় ওঠার পর সবকিছু প্রায় গুছিয়ে নিতে দুদিন লেগে গেল । কোন দিকে তাকানোর সময় পাইনি । একদিন বিকালে অবাক হয়ে দেখলাম বাড়ির সামনের রাস্তায় যতদুর দেখা যায়এক হাটু পানি!!!আমি নিশ্চিত বৃস্টি হয়নি ।তাহলে পানি আসলো কোথা থেকে???কেমন বাসায়উঠলাম!বাহিরে যেতে হলে কি করব??পরদিন সকালে দেখি পানি নাই আবার বিকালে পানি!
পরে প্রতিবেশীদের কাছথেকে জানলাম রাস্তার পাশে যে বড় ড্রেনটা আছে তাতে চলে।জোয়ারের সময় প্রায় ঘন্টাখানেক হাটুপানি থাকে।
যারা জানিঐ সময়টায় বাইরে যাইনা আর আসার সময় রিক্সা থেকে বাড়ির সিড়িতে লাফ দেই ।
কিন্তু সমস্যা হয় তখন যখন নতুন কেউ ঐ সময়ে আসে।কারন রাস্তা আর ড্রেন তখন আলাদা করে বোঝার উপায় থাকেনা।
একদিন বাশ কাধে নিয়ে দুজন ঐসময় যাচ্ছে..হঠাৎ সামনের জন নাই!!!!!!!
মাঝেমাঝে যাত্রি সহ রিক্সাও.......
বছরের এসময়টা হয়তো জোয়ার-ভাটা কম হয় ..ইদানিং পানি উঠতে দেখছিনা......
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




