খুব ভালো একটা কবিতা পড়লাম। প্রবর রিপনের 'আমি একটা নপুংশক'। কিন্তু এত্ত খারাপ লাগছে যে, কবিতাটা পড়ে কবিকে কোন মন্তব্য করতে পারলাম না, এমনকি 'ভালো লেগেছে' বা একটা +, তাও নয়।
সন্মানিত মডুদের (এবার আর মডারেটর বলতে ইচ্ছে হলো না) আসল দায়িত্বটা কি, সেটাই বুঝতে পারছি না! তবে এ'টুকু বুঝি, ওরাও তো আমাদের মত বাংলাদেশী বা বাংগালী!!!
দায়িত্ব তো আমরা সবসময় নেই, কিন্তু কে, কতটুকু সঠিকভাবে স্বচ্ছতা নিয়ে পালন করি, সেটাই বুঝার বিষয়!
প্রশ্ন এখন একটাই, সাতদিন = কত মাস এখানে? ঠিক মত কাজ করলে তো সাতদিন, সাতদিনেই শেষ হবার কথা!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





