তোমায় ছুঁয়ে দেখার আকুলতায়
আমি উন্মাতাল
এখনও!
হোক সে ফ্রেমে বাঁধানো ছবি অথবা ছায়াচিত্র!
ও মনমহুয়া,
কেন এমন হয়?
এ পৃথিবীতে তুমি কি আমার সব চাইতে আপন?
আমি পাগল প্রায়!
তোমার জন্য।
অথচ কোন এক সময়
তুমি ছিলে সম্পূর্ণ অজানা অচেনা এক মানবী।
পরানের গহীনে অতলের অতলে,
অন্তরের অন্তঃস্থল জুড়ে
তুমি!
তুমি!!
শুধু ই তুমি!!!
কিভাবে এলে
কেমনে এলে
কোথা হতে এলে এ জীবনে?
জানি না
জানতে চাই না
তবে তোমার তুমিতে সবটুকু বিষ্ময় আমার কাছে।
সেই প্রথম দিন হতে শুরু
আজও তোমায় চোখে হারাই।
সেই থেকে শুরু আজও
তোমা বিনে বিরহ জ্বালায় জ্বলি।
এটাই কি নিয়তি?
ক্ষনিকের দেখায় এত প্রেম কি করে আসে
কোথা হতে আসে?
জানা নাই
জানা নাই।
তোমার স্পর্শ মাখা স্মৃতি
তোমার সুরেলা কন্ঠ ধ্বনি সমষ্টি
তোমার ধরে রাখা ছায়াচিত্র
সব মূল্যবান আমার কাছে ,সব।
তোমার দেয়া বকুলগুলো বুক পকেটে বয়ে বেড়াই
তোমার স্পর্শ গন্ধ মাখি ।
তোমার অবর্তমানে
দামি সুগন্ধির মতো তার সৌরভ
আমার নিশ্বাস প্রশ্বাসকে করে আন্দোলিত।
শেফালি?
বাদ দিয়েছি সেই কবে
বকুল এখন আমার প্রিয় ফুল।
তুমি প্রিয় তাই।
আর তাই
আমি শিহরিত হয়ে বারে বারে ছুঁয়ে দেখি
তোমার ছবি
তোমার দেয়া উপহার সামগ্রী ।
খুঁজে ফিরি সেথা তোমার স্পর্শ
তোমার ছেড়ে যাওয়া গন্ধের মায়ামুগ্ধতা
তোমার ফেলে যাওয়া নিঃশ্বাস।
তোমার নিটোল কোমল হাতের স্পর্শের
প্রেমময় আদর
খুঁজে ফিরি আমি দিনান্তে।
তোমার নিশ্বাসের নিবিড় আহ্বান
ডেকে ফেরে কেবলি
বিরহের ক্ষনগুলোতে।
তোমার আবৃতি করা কবিতাগুলো আমি রোজ শুনি
রোজ
তোমায় ফিরে পেতে যেন।
মনমহুয়া তুমি ফুল হয়ে ফুটে আছো
আমার মন বাগানে
গোলাপ জবা অথবা অন্যান্য।
মনমহুয়া তুমি নদী হয়ে মিশে আছো আমার সাগরে
পদ্মা মেঘনা অথবা অন্যান্য।
মনমহুয়া তুমি মেঘ হয়ে ভেসে আছো
আমার সঘন আকাশ নীলে।
আমি ঝরাবো না তোমায়
বাদল ও ধারায়
জড়াবো আরো নিবিড় আলিঙ্গনে কথা দিলাম।
তোমার প্রস্হান
আমার কাছে তাই মূল্যহীন।
তোমার স্মৃতি ই
আমার কাছে তাই মূল্যবান।
তুমি নও অতীত
তুমি সদা সর্বদাই আছো
বর্তমান!
বর্তমান!!
বর্তমান!!!
আমার হৃদয় জুড়ে
আমার মন জুড়ে
আমার প্রাণ জুড়ে।
©রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



