somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি অনু গল্প

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রংমহল
________________

তালাটি মুঠো করে ধরার আগে একটু ভাবলাম। স্পর্শ করা কি ঠিক হবে?এদিক ওদিক তাকালাম। নাহ! হাতের কাছে তো তেমন কিছুও নেই যে পরিষ্কার করে নেব। মনে মনে একটা বিশ্রি গালি দিলাম। হারামজাদা, বর্জ্য ত্যাগ করার জায়গা পায় নি আর !
দেরি করা ঠিক হবে না।কেউ আসবার আগে আমাকে কাজ সেরে নিতে হবে।অন্যকিছু আর কিছু না ভেবে তাড়াহুড়ো করে চাবি ঢোকাতেই চাবি মধ্যখান থেকে ভেঙে গেল।
ধুস!
এদিকে আমার নেশার টান প্রবল হয়ে উঠছে ক্রমশ কিন্তু বিকল্প চাবির অভাবে তালা ভাঙতে গেলে শব্দ হবে এখন। সবাই টের পেয়ে যাবে। তিনতলার এই ঘরটার ভুতুড়ে বলে বদনাম আছে তাই এদিকটায় কেউ খুব একটা আসে না।সেই সুযোগে আমি আমার কাজ সারি নির্বিঘ্নে কিন্তু আমাদের তো এখন এই ঘরটাতে ঢুকতেই হবে। নিঃশব্দে।
উপায়?

গোশত
_________________

-মা তুমি খাইবা না?
- না রে বাপজান।তোমরা খাও। আরাম কইরা খাও। আরেকটু ভাত দেই? গোশত আরেকটা নিবা?
ছোট ছেলে জসীম অতি আনন্দে বলল
- মা গোসত রান্না খুব ভালো হইছে। মজা লাগতাছে খুব।
- তোরেও আরেকটু দেই।
বড় ছেলে খলিল এবার প্রশ্ন করে
- মা তুমি গোশত খাও না কেন?
- এম্নিই!
হঠাৎমাথা নিচু করে বাতাসী।কিছুক্ষণ পরে কি মনে হতে ঘরের কোনে এক দলা থুতু ফেলে সজোরে।
শরীর বেচা পয়সায় গোশত খেতে তার কেমন যেন ঘেন্না করে। কেন করে তার জানা নাই।

অবেলায় বকুল
_______________________

আসাদ গেট থেকে আটপৌরে শাড়ি পরা একজন ৩০/৩৫ বছরের নারী ভীষণ ব্যস্ততা নিয়ে বাসে উঠলো। আমি গেটেই ছিলাম সে দাঁড়ালো ঠিক আমার সামনে। কিছু সময় বাদে বিরক্তি নিয়ে বলল
- একটু সরে দাঁড়ান তো প্লিজ। আমি দাঁড়াতে পারছি না।
অনুপমা!
আমি সরবো কি বিষ্ময় নিয়ে তাকিয়েই রইলাম। কত বছর! বারো বছর তো হবেই। কিন্তু অনুপমা তো মারা গেছে সেই কবে? আবার কোথেকে উদয় হলো সে? তবে কি তার মৃত্যুর গল্প ইচ্ছে করে ছড়ানো হয়েছিল? নাকি আমারই ভুল!...

সব মিথ্যে!
--------------------------------

- একটু বসবো?
লুৎফর সবে দোকান খুলল। এখন বেঞ্চগুলো নামিয়ে রাখছে একে একে। আজ একটু বাড়তি কাজের চাপ আছে তাই সকাল সকাল দোকান খুলে বসেছে সে। রেজওয়ান সাহেবের মেয়ের বিয়ে অনেক বাজার সদাই নিবে তাই এই ব্যস্ততা। এর মধ্যে চেনা একটা মুখ উদয় হলো হঠাৎ। চরম বিরক্তিভাব জাগলো তার মনে। চোখ কটমট করে তাকিয়ে প্রথমে নিচু স্বরে একটা কুৎসিত গালি দিল তারপর বেশ জোরেই বলে উঠলো
-তোমাকে না কতবার বলেছি আমার দোকানে সামনে আসবা না। অপয়া অলক্ষী মেয়েছেলে কোথাকার!কথা বললে শোনে না। দিলে তো সকালটাকে মাটি করে। মাস গেলে টাকা পাঠিয়ে দিচ্ছি তাতেও হচ্ছে না,আবার এখানে আসা লাগছে?
- কি করবো?বাড়িওয়ালা কালকে বলল এ মাস থেকে ঘর ভাড়া আরো পাঁচশো টাকা বেশি দেওয়া লাগবে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আর আমাকেও কিছু টাকা বাড়িয়ে দিস সত্যি সব জিনিসের খুব দাম বেড়ে গেছে ।তোর দেওয়া ও কয়টা টাকায় চলতে খুব কষ্ট হয় ।
-তোমার কি মনে হয়? টাকা গাছের পাতা। চাইলেই পাওয়া যায়? সকাল সকাল আসছো ঝামেলা করতে। আমার সংসার নাই? বউ ছেলে মেয়ের পিছনে খরচ নাই? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না?
-তোর ওখানে নিয়ে গেলেই তো সব ঝামেলা চুকে যায়।একসাথে থাকি না হয়। আমিও একটু এই বয়সে শান্তি পাই।
-কোন পরিচয়ে থাকবা?তোমার পরিচয় দেওয়া মত আছে কিছু ? জন্ম দিয়েছো তাই পারি না ।অন্য কেউ হলে ঝামেলা অনেক আগে চুকাতাম। সবাই আমাকে বলে বেশ্যার ছেলে । কি লজ্জা! কি লজ্জা!! মুছতে পারি নি তোমার এই কলঙ্কের দাগ।
-তবুও আমি তোর মা রে লুৎফর ?
- বেশ্যাগিরি করতে ভালো কথা। মা হতে বলেছিল কে? জন্মের সময় আমার গলা টিপে মারতে পারো নাই? যাও যাও সকাল সকাল মেজাজ খারাপ করিয়ো না।এখান থেকে বের হও।
শেফালির খুব কষ্ট হচ্ছে,খুব ।যদিও কারো কথায় এখন আর সে কষ্ট পায় না।তবে নাড়ি ছেড়া ধন এমন করে বললে সে কোথায় যাবে? কোথায় মুখ লুকাবে? বুক ফেটে যাচ্ছে তার।এক দীর্ঘশ্বাস ছাড়ার পর মলিন আঁচল দিয়ে মুখটা মোছার ছলে সে চোখের পানি মুছল। আত্নহত্যা করার মত মানুষ সে নয়, তাই বেঁচে থাকা। তার জীবনের ভয়ঙ্কর অতীতের কথা সে কাউকে জানাতে চায় না। তবু সেসব কথা বারবার সামনে এসে যায়। কেন এমন হয়?
শেফালি ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে চলছে। এখনও পুরোপুরি জাগেনি এ শহর।
সে ধীর পায়ে হেঁটে চলেছে তাঁর গন্তব্যে। আজকাল তাঁর হাঁটতেও ভীষণ কষ্ট হয়, হাড়ের জোড় গুলোতে খুব ব্যথা । আজকাল প্রায় তার মনে হয় এ জীবন, সংসার আশেপাশের মানুষ, সন্তান, মায়ার টান,ভালোবাসা সব ভুল....ইন্দ্রজাল ..সব মিথ্যে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃসঙ্গ যাত্রী

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ৭:০৪


- আপনি?
- হ্যা আমি!
- আপনি এখানে? ... কেমন করে?
হেসে ফেললেন তিনি। সেই চিরচেনা হাসি,কিছুটা দুষ্টুমিতে ভরা। চঞ্চল কালো চোখে বুদ্ধির ঝিলিক। খুব উজ্জ্বল দেখাচ্ছে ওনাকে। উজ্জ্বল আভার... ...বাকিটুকু পড়ুন

ইংরেজী শুভ নববর্ষ '২০২৬

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ৭:৪৭

ইংরেজী শুভ নববর্ষ '২০২৬



আগত ২০২৬ ইংরেজী নববর্ষে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ।

বিগত ২০২৫ সাল বাংলাদেশ ও বর্হির বিশ্ব ছিলো ঘটনা বহুল এবং দু:খজনক অভিজ্ঞতা সমৃদ্ধ ।
সময়ের পার্থক্যের কারণে... ...বাকিটুকু পড়ুন

অমরত্বের মহাকাব্যে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪


এই বাংলার আপসহীন মা কে
হারিয়ে ফেলাম শুধু মহাকাব্যে;
ধ্বনিত হবে এতটুকু আকাশ মাটিতে
আর অশ্রুসিক্ত শস্য শ্যামল মাঠে-
চোখ পুড়া সোনালি স্মৃতির পটে অপূর্ণ
গলাশূন্য হাহাকার পূর্ণিমায় চাঁদের ঘরে;
তবু আপসহীন মাকে খুঁজে পাবো?
সমস্ত কর্মের... ...বাকিটুকু পড়ুন

খালেদা জিয়ার জানাজা - নৃতত্ত্ব এবং বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০৭


সাধারণ মানুষকে আমরা তার ব্যক্তি চরিত্র দিয়ে বিচার করি, কিন্তু একজন ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান বা রাজনীতিবিদকে ব্যক্তিজীবন দিয়ে নয়, বরং তার কর্ম, নীতি, আদর্শ ও সিদ্ধান্তের ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন।... ...বাকিটুকু পড়ুন

তালেবান ও টিটিপি বিতর্ক: নূর আহমাদ নূরের ঢাকা সফর কি দিল্লির কোনো এজেন্ডা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭


আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোলের মাঝে আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তা নূর আহমাদ নূরের ঢাকা সফর বাংলাদেশের রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ময়দানে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যখন পশ্চিমা বিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×