
রুপবতী নারী সে,স্বভাবে অবলা
প্রেম বিরহে আর কত সইবে জ্বালা?
মনের অকথন ব্যধি বলবে সে কাকে
কেন শ্যাম দিবানিশি ঠকায় তাকে?
নাম ধরে জপে নাম এসো হে নন্দলাল
অশ্রুপাতে রাধিকা আঁখি হলো লাল।
সোনার অঙ্গ দেখ রাধিকার মাটিতে লুটায়
শাড়ির আঁচল তার পেছন পানে ধায়।
কোথায় রইলো শ্যাম কালা তুমি বড়ই নিঠুর
প্রেম তোমার ছলনা, স্বভাবে অতি চতুর।
কৃষ্ণ নাম জপে জপে রাধার কাটে যে বেলা
উদাসীনি হয়ে পথ চায় একাকী একেলা ।
এসো এসো প্রাণ স্বামী এসো হে নাথ
তোমা বিনে রাধিকার ঝরে অশ্রু প্রপাত।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



