
সুরে সুরে গাইবে না কোন গান প্রিয় গানের পাখি
আহা!এত দুঃখ কোন পরানে কেমনে ধরে রাখি।
তোমার শোকে কাঁদে সকল প্রাণ কাঁদে বনের পাখি
একটিবার আবার আসো ফিরে মেলো তব আঁখি।
স্বর্গীয় কণ্ঠের মুগ্ধতায় কৈশর যৌবনের যত দিন
স্মৃতি পাতা মেলে দেয় ডানা যা রবে চির অমলিন।
দিনের শেষে ফুরায় বেলা হারায় সবই সবাই জানে
তুমিও হারাবে চির সত্য অবুঝ মন তবুও না মানে।
ভালো থেকো গানের পাখি ভালো থেকো ওপারে
বিদায়কালে বিনম্র শ্রদ্ধাটুকু জানাই তোমারে।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
ছবিঃ গুগল থেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



