নিশুতি রাত
শুনশান নীরবতায়
ঘন ঘোর জোছনা
টুপটাপ ঝরঝর ঝরছে।
অলকা,
তুৃমি কি বিবাহ বাসরে কাঁদছো?
কেঁদো না।
সব ফুলে মালা হয় কি?
হয় না।
আমি সেই ঝরে যাওয়া ফুল
আর কিছুটা বাদে
রোদের তাপ বেড়ে ওঠার সাথে সাথে
দুমড়ে মুচড়ে শুকিয়ে যাবো।
আর তুমি
ক্রমশ দিনমানে আরও প্রকাশিত
আরও বিকশিত হবে নতুন স্পর্শের ছোঁয়ায়।
তবে মিছে কেন
আর্তি?
তুমি যখন এটাই চেয়েছিলে
তবে মুছে ফেল চোখের জল
বন্ধ কর দ্বিচারিতা।
অর্থ সকল সুখের মূল
তুমিই তো বলেছিলে!
বলেছিলে কি- না বল?
অর্থ বৃত্তে কাটুক তোমার অনন্ত সুখের জীবন ।
যতক্ষণ বাঁচি
আমি না হয় জোছনায় ডুবে থাকি।
রোদ এলে আমায় যে ফিরে যেতে হবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



