গীতিকবিতা- ৩৮
__________________
হৃদমাঝারে রঙ ছড়ালো
প্রিয় তোর হাসি
ফাগুন দিনের আগুন ছোঁয়ায়
বলছি ভালোবাসি।
বান্ধবী তুই মনপাগলী
হাজার সুখের কারণ
কাছে এলে হাতটা ধরিস
করিস না রে বারণ।
বাদল দিনের বর্ষা রে তুই
আমি শ্রাবণ ও মেঘ
ইচ্ছে খুশি হুটোপুটি তুই
বাঁধন ছেড়া আবেগ।
স্রোতস্বিনী নিজ ধর্মে
নোনাজলে মেশে
তুই ও আমি মিলবো ঠিকই
একদা অবশেষে।
ততক্ষণে ভালোবেসে
সুখে থাকতে শিখি
দুজন দুজনে প্রতিক্ষণে
নিজেদের আগলে রাখি।
-------------------
কবিতাঃ রহস্য কুহেলিকা
অনন্ত নক্ষত্র বীথিতে খুঁজেছি তারে
কোথা সে ব্যতিক্রম?
কেমনে দুর্বার সেই পথ পাড়ি দিবো
কেমনে করিব অতিক্রম?
মালতীলতার বনে ঝুমকো জবার সনে
শুধালাম তার কথা
কেউ দেখে নি'কো কেউ জানে না'কো
কোথা সেই চারুলতা?
নিদাঘ বর্ষা হেমন্ত শীত শেষে বসন্ত দ্বার প্রান্তে
মম প্রেয়সীর অপেক্ষা প্রহর পৌঁছবে কি শেষ অন্তে?
সাঁঝবাতি জ্বেলে পথও চেয়ে আছি
ছুটে চলে গেছি বাঁকা চন্দ্রের কাছাকাছি
তবু দেখা নাই!
কোথা তারে পাই?
ওগো সূদুরিকা কবে হবে দেখা?
নাকি তুমি কুহকিনী, অধরা মরীচিকা
অদৃশ্য চাদরে ঢাকা রহস্য কুহেলিকা ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



