এক নারী রাজনীতিবিদ; পুরুষদের জন্য যৌনদাসী বৈধ করার আহ্বান জানিয়েছেন
০৯ ই জুন, ২০১১ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুয়েতের পুরুষদের জন্য যৌনদাসী বৈধ করার আহ্বান জানিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন সেখানকার এক নারী রাজনীতিবিদ। সালওয়া আল মুতাইরি নামের ওই রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক বলেছেন পুরুষদের জন্য যৌনদাসী রাখার বৈধতা দেয়া হলে সেটা তাদেরকে ব্যভিচারের হাত থেকে রক্ষা করবে। সে সঙ্গে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে নারী বন্দিদের কিনে আনারও পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন ওইসব নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে তারা একটি ‘উন্নত জীবন’ পাবেন এবং তারা আর অভুক্ত থেকে মারা যাবেন না। ডেইলি মেইল জানিয়েছে, একবার পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়া সালওয়া তার বক্তেব্যের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন কেনা যৌনদাসী কুয়েতের পুরুষদেরকে ব্যভিচার এবং অন্য নারীর প্রতি আসক্ত হতে প্রতিহত করবে। কেননা, বিদেশী এসব যৌনদাসী তাদেরকে বিয়ে করা স্ত্রীর মতোই সুবিধা দেবে। তিনি দাবি করেছেন এতে কোন লজ্জা নেই। ইসলামিক শরীয়াহ আইনেও এটা নিষিদ্ধ করা হয়নি। নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে তিনি অষ্টম শতাব্দীর মুসলিম নেতা হারুন আল রশিদের নাম উল্লেখ করেছেন। তার ২০০০ রক্ষিতা ছিল বলে গুজব রয়েছে। সালওয়া এ জন্য পরামর্শ দিয়ে বলেছেন গৃহকর্মী যোগাড় করতে যেমন বিশেষ বিভাগ রয়েছে তেমনি এ ধরনের যৌনদাসী সরবরাহের জন্যও নির্দিষ্ট অফিস খোলা উচিত। তিনি চেচনিয়া যুদ্ধের উদাহরণ দিয়ে বলেছেন সেখানে রাশিয়ান যুদ্ধবন্দি নারী অবশ্যই রয়েছে। তাদেরকে সেখান থেকে এনে কুয়েতে বিক্রি করা হোক। আমাদের দেশের পুরুষরা যে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে তার চেয়ে এ ব্যবস্থা অনেক উত্তম বলে তিনি উল্লেখ করেন। সালওয়া বলেছেন সমপ্রতি মক্কা সফরের সময় তিনি সেখানকার মুফতিদের যৌনদাসী রাখার ব্যাপারে ইসলামের বিধান সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা তাকে বলেছেন এতে কোন দোষ নেই। এ বিষয়টি কুয়েতের সংশ্লিষ্ট বিষয়ের পণ্ডিতরাও তাকে আশ্বত করেছে বলে তিনি জানিয়েছেন। গত মাসে এক ইউটিউব ভিডিওতে সালওয়া পুরুষদের জন্য যৌনদাসীর বৈধতা দেয়ার এ আহ্বান জানিয়ে ছিলেন।
গত কয়েক দিনে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের পত্রিকাতে তার এ ধরনের বক্তব্য প্রকাশিত হওয়ার পর কুয়েতসহ ওই অঞ্চলের তীব্র সমালোচনা উঠেছে। তার এ ধরনের বক্তব্যের জবাবে টুইটারে মোনা এলতাহাওয়ি লিখেছেন ইরাকি বাহিনী কুয়েতে অভিযান চালানোর সময় তাকে যদি যৌনদাসী হিসেবে নিয়ে যাওয়া হতো তাহলে তার কেমন লাগতো সেটাই ভাবার বিষয়। আরেক টুইটার ব্যবহারকারী বলেছেন সালওয়া আসলে সব নারীর জন্যই লজ্জার কারণ হয়ে দাড়িয়েছেন। (মানবজমিন)
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ছবি এআই জেনারেটেড।
ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৪

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর... ...বাকিটুকু পড়ুন

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই...
...বাকিটুকু পড়ুন
১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট...
...বাকিটুকু পড়ুন