বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ড পাওয়া বিদেশে পলাতক ছয় আসামিকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আসামিদের ব্যাপারে জারি করা রেড নোটিশও বছর দু’য়েক আগে প্রত্যাহার করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ছয় আসামি যেসব দেশে পালিয়ে আছে বলে ধারণা করা হয়, তাদের কারো সঙ্গেই বাংলাদেশের ‘অপরাধী প্রত্যর্পণ’ চুক্তি নেই। এ চুক্তি করা ছাড়া তাদের ফেরত আনা সম্ভব নয়।
এই ছয় আসামি হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, মেজর শরিফুল হক ডালিম, ক্যাপ্টেন আবদুল মাজেদ ও রিসালদার মোসলেহউদ্দীন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) ফারুক রহমান, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ।
আরেক আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজিজ পাশা ২০০২ সালের আগস্ট মাসে জিম্বাবুয়েতে মারা যান।
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, পলাতক ছয় আসামি কোথায় আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়ে কিছুই জানে না।
পররাষ্ট্র সচিব আরো বলেন, এ সরকারের আমলে এসব আসামিদের বিষয়ে কোনো তপরতার বিষয়েও আমি কিছু জানি না।
এদিকে, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ইন্টারপোলের জারি করা রেড নোটিশও প্রত্যাহার হয়েছে অনেক আগে।
ইন্টারপোলে বাংলাদেশ এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) প্রধান এবং পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পরিদর্শক শেখ মতিউর রহমান বলেন, সাবেক চারদলীয় জোট সরকারের সময় ইন্টারপোলকে আসামিদের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য না দেওয়ায় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সংস্থাটি ১৮৬টি সদস্য দেশ থেকে নোটিশটি প্রত্যাহার করে নেয়।
বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সাবেক অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক আবদুল হান্নান খাঁন এ সম্পর্কে বলেন, ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি মামলাটির অভিযোগপত্র দেওয়ার পরপরই পলাতক আসামিদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল। এর পরপরই ইন্টারপোল বিশ্বব্যাপী রেড নোটিশ জারি করে।
তিনি জানান, নিয়ম অনুযায়ী নোটিশ জারির পর আসামিদের হালনাগাদ তথ্য ইন্টারপোলকে জানাতে হয়। সে অনুযায়ী সংস্থাটি সদস্য দেশগুলোকে আসামিদের সম্ভাব্য অবস্থানের তথ্য দেয়।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহা পরিদর্শক শেখ মতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে ছয়জন এখনো পলাতক। এদের মধ্যে আজিজ পাশা ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।
তিনি জানান, পলাতক আসামিদের মধ্যে খন্দকার আবদুর রশিদ বেলজিয়ামে আছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে লিবিয়াতেও তিনি পালিয়ে থাকতে পারেন। এছাড়া, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, আবদুল মাজেদ ও মোসলেউদ্দিন ভারতে, শরিফুল হক ডালিম পাকিস্তান অথবা হংকংয়ে এবং নূর চৌধুরী কানাডা অবস্থান করছেন।
এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শকের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, বর্তমানে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি নেই। এ চুক্তি ছাড়া আসামি ফেরত আনা সম্ভব নয়।
আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ১৯৯৮ সালে ৮ নভেম্বর এ ঘটনায় ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন।
হাইকোর্ট ২০০০ সালের ১৪ ডিসেম্বর এ মামলায় বিভক্ত রায় দেয়। বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্য বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশই বহাল রাখেন।
২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে তিনজনকে খালাস দেন।
চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১২ আসামির মধ্যে ওই সময় কারাবন্দি চার আসামি আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন।
এছাড়া, গত বছর ১৮ জুন দেশে ফেরত আনার পর ২৪ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ জেল আপিল করেন।
লেখাটি চট্টগ্রামের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা থেকে নেয়া।
মৃত্যুদন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।