আর কত দিন ওয়েট করবো ভাই। অনেক দিন হয়ে গেল প্রথম পাতার সুখবর পাই না। আর কত দিন পরে যেতে পারবো। আমার লেখা কি কেউ দেখবে না কোনদিনও। কি অপরাধ আমার? জানতে চাই।
কেউ কি জানেন? প্লিজ জানান?
কারে কি কই, এই লেখা তো কেউ দেখতে পাবে না।
আর কত দিন ওয়েট করবো ভাই। অনেক দিন হয়ে গেল প্রথম পাতার সুখবর পাই না। আর কত দিন পরে যেতে পারবো। আমার লেখা কি কেউ দেখবে না কোনদিনও। কি অপরাধ আমার? জানতে চাই।
ব্লগে বেশি কেউ কবিতা পড়তে আসে না;
এটা কবিতা লিখিয়েরাও বেশ জানে।
উৎসুক তাদের মনটা জবাব খুঁজে পায় না,
কবিতা-পাঠক আজ নেই কেন কোনখানে।
তবু তারা মনে... ...বাকিটুকু পড়ুন
নবী যদি বাংলাদেশে জন্ম নিত তাহলে সুন্নতি পোশাক হতো লুঙ্গি আর গেঞ্জি। গলায় গামছা রাখা হতো আবশ্যক। সহীহ মুসলিম হতে গেলে ছেলেদের লুঙ্গি পরা আবশ্যক হতো!
সুন্নতী খাবার হতো আম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন