ভালোবাসার কথা বলতেও হয় না ।
বসন্তের বারতা ন্যায় ছড়িয়ে পড়ে
গাছের পাতায় পাতায় ,
পাখির কন্ঠে ,
ভেঁজা ঘাসের গন্ধে ।
ভালোবাসা দাঁড়িয় থাকেনা ,
বয়ে চলে ।
শ্রাবণের ভরা যৌবনময় নদীর মত
উত্তর থেকে দক্ষিণ
পূর্ব থেকে পশ্চিম ।
ভালোবাসা হারিয়েও যায় না ,
গুপটিমেরে থাকে
নীল হৃদয়ের কন্দরে ।
আগ্নেয়গিরীর মত মাঝে মাঝে উদিত হয় ।
কালো ধূয়ায়
অদেখা ভোরে সন্ধা নামে ।
ভালোবাসা অভ্যাস নয় ,
অধ্যাস ।
যেমন আমাতে বিলীন তুমি
অথবা তোমাতে আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




