আমি নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক বলে মনে করি। শুধু মাত্র আপনার জন্য কিছু মন্তব্য করেছি একটু লক্ষ করে দেখবেন কি?
১. আপনার সন্তান বা ছোট ভাই বোন আপনার খুবই আদরের; তারা কি করছে আপনি কিভাবে চলাফেরা করছে বা তাদের জিবন যাত্রার মান কেমন কখনও কি তা লক্ষ করেছেন?
২. আপনার বাড়িটি হয়তো বা আপনার সারা জিবনের সম্পদ দিয়ে তৈরী করেছেন। তাই আপনাকে বলছি.... আপনার বাড়িতে অগ্নি নির্বাপন সরঞ্জামের ব্যাবস্থা করেছেন কি?
৩. আপনি সহ আপনার বাড়ির লোকজন কি পানির অপচয় করছে?
৪. রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চুলো কি বন্ধ করেছেন?
৫. আপনি সহ আপনার বাড়ির লোকজন কি ড্রেনেজ লাইনে ময়লা ফেলছেন?
৫. আপনার বাড়ির পাশের চারপাশ কি পরিষ্কার পরিচ্ছন্ন?
৬. আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার কাজে কি আপনি এগিয়ে আসেন?
৭. আপনি কি ছোটদের সাথে ভালো ব্যবহার করেন?
৮. বাবা মা আমাদের সবার প্রিয় আপনি কি সেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন?
৯. হ্যাঁ আমরা জানি আপনি একটি মেয়েকে ভালোবাসেন বা আপনার ঘরের
বউকে খুব ভালোবাসেন তার জন্য কি কোন ভুল বোঝাবুঝির কারনে কি বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন? (যা কিনা একটি যৌথ সংসার ভেঙ্গে দেয়)
১০. আপনি কি আপনার কোন বিষয় যাচাই না করে ঘরের বউকে নির্যাতন করেন? (যাতে কিনা আপনার মনে সুখ থাকবে না)
১১. আপনি যে গাড়িটি ব্যবহার করেন তাতে কি আপনি হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন? (যা কিনা শব্দ দূষন সৃ্ষ্টি করে।)
১২. আপনি কি রাস্তা পারাপারের সময় ওভার ব্রীজ ব্যবহার করে থাকেন?
১৩. আপনি আপনার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। যেমন:
কমিশনার, চেয়্যারম্যান অথবা কোন হাউজিং এর সভাপতি!
ক) আপনি কি এমন কোন কাজ করছেন (সন্ত্রাসীদের/বখাটেদের আশ্রয়,) যা আপনার এলাকার উঠতি বয়সের সন্তানদের উপর তার খারাপ প্রভাব পড়ছে বা তাদের ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে? যাতে কিনা আপনারই এলাকায় আপনার সুনাম সহ আপনার পরিবারের সুনাম নষ্ট হচ্ছে?
১৪. আপনি যা শিখেছেন তা কি নিজের মধ্যেই সিমাবদ্ধ রেখেছেন?
১৫. আপনি একজন সরকারি উচ্চ পদস্থ কমকর্তা আপনি কি এমন কোন কাজ করছেন যাতে কিনা যোগ্য ব্যক্তি বাদ পরে অযোগ্য ব্যক্তি চাকুরিতে নিবন্ধিত হচ্ছে। আর সেই যোগ্য বিদেশে পাড়ি দিয়ে অন্যের দেশের গোলামী করছে যা কিনা আমাদের দেশের জন্য ক্ষতিকর।
১৬. আপনি একজন শিক্ষক আপনি মানুষ গড়ার একজন কারিগর। হ্যাঁ আপনাকে বলছি আপনি কি এমন কোন কাজ করছেন যা কিনা একটি ছাত্র বা কচি মনের জিবন নষ্ট হচ্ছে। ক্ষমা মহৎ গুন সেই গুনি আপনার চাইতে
আর কেই বা হতে পারে।
লিখলে হয়তো বা সারা জিবন লিখা যায় আর অনেক কিছুই লিখা যায়
তাই আমি একটি হাদিস বলি দয়া করে কেউ বিরক্তি প্রকাশ করবেন না।
হাসরের ময়দানে মহান আল্লাহ তায়ালা সবার কাছে তার জিবনের হিসাব
চাইবেন এবং নিয়েও থাকবেন কিন্তু এক জাতীয় লোক, যারা কিনা বলবেন
হে, মহান আল্লাহ আমার কাছেতো কোন নবী বা রাসুল আসেননি তো আমি
তো জানি না যে তুমি কে বা তোমার কি শক্তি। তখন মহান আল্লাহ তায়ালা
বলবেন আমিকি তোমাদের জ্ঞান দান করিনি?
হ্যাঁ তাই আপনাদেরই বলছি আপনাদের জ্ঞানের পরিধি অনেক তাই আপনার ভিতরে বিচবচনা করার ক্ষমতা আছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ। শুধু এতটুকুই বিবেচনা করুন আর ভালো কাজ করুন যা কিনা আমাদের দেশকে বর্তমান শক্তিশালী আমেরিকার চাইতেও উন্নত ও শক্তিশালী করে তুলতে পারে।
অনেক কিছুই তো লিখলাম, আমি যানি বলা সহজ কিন্তু করা কঠিন।
তাই আপনারাও চেষ্টা করুন ও আমার জন্যও দোয়া করুন যাতে আমি ও
আপনাদের মতো ভালো কাজ করতে পারি।
আমার লেখায় কোন প্রকার বেয়াদবি প্রকাশ পেলে বা লিখায় ভুল হলে নিজ
গুনে মাফ করবেন এবং যাতে শুদ্ধ করতে পারি তার জন্য মন্তব্য করবেন।
ধন্যবাদান্তে,
মোঃ রাসলে বাবু
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




