ভাবছেন মোহাম্মদপুরে আবার বোমা মারলই বা কে আর ফাটালই বা কে ?
আরে নাহ! আমি সেই বোমার কথা বলছি না, আমি বলছি মানুষ নামের
এবং ট্রাফিক জ্যামের কথা। ইদানিং আমাদের এলাকায় যে পরিমান
মানুষ বেড়েছে তাতে মনে হয় যে আর এলাকায় থাকা যাবে না
ফুটতে হবে, বাট কই ফুটব ? সবখানেই তো একই অবস্থা। সকালে ১১টার দিকে অগ্রণী ব্যাংক এ গেলাম
দেখি নুরজাহান রোডের হক থেকে শুরু হইছে পুরা এলাকা অ্যান্ড সাব এলাকা জুইরা পুরা
ভরপুর জ্যাম। রাতে দফতরে নাইট ডিউটি করতে জাওয়ার সময়ও দেখি একই কাহিনী এইবার
তো আমি পুরাই ধরা, পুরাপুরি জাকির হোসেন রোডের মাঠ পর্যন্ত হাইটা আসতে হইল; তার
পর আমি নিজের সাইকেলে করে দফতরে হাজির। আসলে কথাটা সেইখানে না, কথাটা হল
আমরা দৈনিক এই সমস্যার মোকাবিলা করছি কিন্তু কারই কিছু করার নেই
বোঝে কখন কার কিভাবে বাঁশ যায়। এটা আসলেই দুঃখজনক এখানে কাউকে দোষারোপের
কিছু নেই, সবাই তো কাজ করছে, যে যার কাজের জন্য বের হচ্ছে কিন্তু আমরা কি কেও ভেবে
দেখেছি আর কত দিন আমরা এভাবে চলব ? এভাবে কোন দেশ চলতে পারে না এমনকি
উন্নতিও করতে পারে না
হয়ত বা এমন একদিন আসতে পারে, আমরা আমাদের ঘর থেকেই বের হতে পারব না, চোখের
সামনে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। আসলে এত পেচাল খালি খালি বকি নাই বস, আমাদের এই
ব্লগে আসলে দেশের অনেই বুদ্ধিমানরা আছেন শুধু তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম মাত্র।
ভাল থাকবেন, সবাই সুখে থাকবেন, এই কামনায়
আল্লাহ হাফেয
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




