কৃষ্ণ বরন সোনার কন্যার মায়া ভরা মুখ
চাঁদের আলো হার মেনে যায় দেখলে ভরে মুখ
কি করে দেব উপমা, তার চোখে কি যে মায়া
জলেতে পরে ছায়া আমি ভালো বাসি তারে সে আমার
প্রিয়তমা।
তার হাসি জোছনা ছড়ায় আলোর পৃথিবী হয় যে আধার
যখন সে আড়ালে হারায় কি করে দেব উপমা,
তার সুরে পাখি গায় গান, বৃষ্টি ঝরে পৃথিবীতে
যদি সে করে অভিমান, কি করে দেব উপমা,
তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া
আমি ভালো বাসি তারে সে আমার
প্রিয় তমা ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




