একটি আত্ম কাহিনী রচিত হয়েছিল মনের অবচেতনে
০৮.০১.২০১১
আমার বয়স ২৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স করছি। আমার সমস্যা হল, আমি যখন থেকেই প্রেম বুঝতে শিখেছি, তখন থেকেই লক্ষ্য করেছি কোন একটা মেয়েকে সাত দিনের বেশি আমার ভাল লাগে না। অর্থাৎ চোখের আড়াল তো মনের আড়াল। তাছাড়া আমি আমার স্থূল শারীরিক কাঠামোর জন্য একটু হীনমন্য থাকি (আমার উচ্চতা ৫ ফিট ৫.৫ ইঞ্চি, ওজন ৭৫ কেজি), তাই মনে হতো কোন মেয়ে হয়ত আমাকে ভালবাসবে না। তাই কখনো কোন মেয়েকে নিয়ে ভাবিনি। তারপরেও নিয়তির খেলা, গত ২০০৯ সালের শেষের দিকে একটি মেয়ে আমার প্রেমে পরে এবং আমাকে প্রেম নিবেদন করে। মেয়েটি ছিল আমার বন্ধুর ভাগ্নি। তার নাম ফুল (ছদ্ম নাম)। ফুলকে আমার খুব বেশি ভাল লাগত না, এবং এটা আমি তাকে সরাসরি না বললেও, অনেকবার বুঝিয়েছি। তবুও সে আমার সঙ্গ চাইল। আমিও নিঃসঙ্গতা কাটানোর জন্য তার সাথে প্রায় ৫-৬ মাস ফোনে কথা বলি, নিয়মিত না হলেও মাঝে মাঝে দেখা করি। কিন্তু যখন বুঝলাম এটা ঠিক হচ্ছে না, এবং তাকে যখন আমার ভালই লাগে না, তাছাড়া আমার বন্ধুটাও কি মনে করবে, আমার পরিবার পরিজন ইত্যাদির কথা চিন্তা করেই, সংগত কারণে তার সাথে আমার পরিচয়ের ইতি টানতে বাধ্য হলাম। এখন তার সাথে আমার যোগাযোগ নেই ৮-৯ মাস হল। কিন্তু এখন আমি বুঝতে পারছি ফুলের প্রেমের মত খাঁটি এবং পবিত্রতা বর্তমানে অন্য কোন মেয়ের কাছে আমি আশা করতে পারব না। আমি এখন তাকে খুব মিস করি। কিন্তু তার কাছে আমি আর ফিরে যেতে পারব না। তাই ঠিক করেছিলাম কোনদিন কোন মেয়েকে নিয়ে আর কিছু ভাববো না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে আমি বলেছিলাম, পৃথিবীতে প্রেম বলতে কিছু নেই, সবই অসুস্থ মনের পাগলামি, সে আমি আজ সেই অসুখে জ্বলছি। আমি এরকম একটা ফুলছেরাতের করাত’র উপর পরব তা কখনো স্বপ্নেও ভাবিনি। আমি সবসময় ভাবতাম আমি আমার বন্ধুদের মত এত বোকা না, আমি কখনো এসবের মধ্যে জড়াবো না। কিন্তু পারলাম না, এতদিন যেটাকে ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম, সেটায় আজ আমাকে পেয়ে বসলো। আমি এমনই এক ছেলে ছিলাম যার একটা মেয়েকে সাত দিনের বেশি ভাল লাগত না, আজ সেই আমি এক অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল।
যে অসুখে আমি:-
গত ১০/১২/২০১০ এক প্রতিবেশীর বিয়েতে, একটি মেয়ে আমার দৃষ্টি কাঁড়ে। মেয়েটি খুব বেশি সুন্দরী না, তবুও তাকে আমার ভাল লাগল, কারণ তার আচার-আচরণ, পোশাক-আশাক সবকিছুর মধ্যে একটা মার্জিত ভদ্রতা ছিল। এক কথায় সে খুবই সাধারণ। এই ধরনের সাধারণ মেয়েই আমার পছন্দ। কিন্তু তখনি আমার মন’র কথা মনে পরে গেল, এক সপ্তাহ, তার পরে যদি ভাল না লাগে ! তাই, অপেক্ষা করতে লাগলাম, আর খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম কলি (ছদ্ম নাম), এবার কোন এক কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছে। এরপর ১৮/১২/২০১০ অন্য এক অনুষ্ঠানে তাকে দেখে বুঝানোর চেষ্টা করলাম তাকে আমার ভাল লাগে, আমি তাকে কিছু বলতে চাই। সে, ব্যাপারটা বুঝতে পারল এবং আমার প্রতি যথেষ্ট আগ্রহ দেখাল। আমি তাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় অনেক লোকজনের মাঝখানে ছিল, তাই বলতে পারিনি। কিন্তু সে হয়তো আশা করছিল আমি তাকে কিছু বলব। তাই কৌশলে আমার ফোন নম্বর তাকে দিয়েছি। সে আজও কোন ধরেনের যোগাযোগ করেনি। কিন্তু আমি তাকে আজও ভুলতে পারিনি। আমি অনেক হতাশ হয়ে পরেছি। নিজেকে অনেক একা মনে হচ্ছে। আবার, নতুন করে ফুলের কথা মনে পরছে। ফুলকে এখন আরও বেশি মিশস করছি, কিন্তু কলিকে ভুলতে পারছি না। আমি নিজেকে স্থির করতে পারছি না। বুঝতে পারছিনা আমার কি করা উচিৎ। গত কিছুদিন ধরে আমি এরকম বাজে অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী মার্চ মাসে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এখন আমি কি করব? কিভাবে নিজেকে স্থির করবো? বন্ধু বান্ধবদের সাথে এগুলো আলোচনা করলে উপদেশ পাওয়া যায়। বলে, “এগুলো বাদ দে, পড়াশুনা কর”। কিন্তু ওরা বলতে পারছেনা কিভাবে বাদ দেয়া যায়। আমার মনের পরিস্থিতি কে বুঝবে? আমিও আগে আমার বন্ধু শশী, লিটু ও সুপ্রিওকে অনেক উপদেশ দিয়েছিলাম। বলেছিলাম বাদ দে, আগে নিজের কেরিয়ার গড়। উপদেশ দেয়া কত সোজা আজ আমি বুঝতে পারছি। তাই আমার বন্ধুদের মন থেকে sorry বলছি। কারণ, আমি তখন বুঝিনি, “... ... কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবে আশীবিষে ধ্বংশেনি যারে ... ... ”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




