নগর ও অঞ্চল পরিকল্পনা:
বাড়ছে জনবসতি, বাড়ছে যানজট- তাই জনগনের অবস্থার উন্নয়ন এবং তাদের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষেই পরিকল্পনাবিদরা কাজ করে থাকে। প্রতিদিন গ্রাম ছেড়ে অনেক মানুষ অভিবাসিত হয়ে চলে আসছে নগরে, শুধুমাএ অর্থনৈতিক এবং শহরের আকর্ষেণে; ফলে সৃষ্টি হচ্ছে নাগরিক সমস্যা।যাতে জনগন সুষ্ঠুভাবে বাস করতে পারে, যাতে নগর ও গ্রামে জনগনের সুযোগ- সুবিধা, বিনোদনসহ
সব ধরনের সুবিধা পরিকল্পিত উপায়ে করা যায়। এসব কারনেই নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে পড়ার প্রয়োজনীয়া অনেক।
কোথায় পড়বেন:
১৯৬৯ সালে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পর্যায়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি চালু হয়।খুলনা বিশ্ববিদ্যালয় এই প্রোপ্রামটি চালু করে ১৯৯১ সালে।১৯৯৬ সালে বুয়েটে স্নাতক পর্যায়ে চালু হয় । সাম্প্রতিক সময়ে চুয়েট ও কুয়েটও প্রোপ্রামটি চালু করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই কোর্সটি আছে।কুয়েটে আসন সংখ্যা ৬০টি, অন্য প্রতিষ্ঠানগুলোতে ৩০টি করে।
পড়ার যোগ্যতা:
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এইচএসসি তে পর্দাথ,রসায়ন, গণিত, ইংরেজি- এই চারটি বিষয়ে মোট স্কোর হতে হবে ১৯, চুয়েট ও কুয়েট এর জন্য ১৮। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স কোর্সে ভর্তি হতে হলে ৪র্থ বিষয়সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ হতে হবে ৩। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এসএসসিতে নূন্যতম ৪ থাকতে হবে ও এইচএসসিতে ৪র্থ বিষয়সহ জিপিএ ৩.৫ থাকতে হবে। চার বছরের কোর্সে পরিকল্পনাবিদদের কমিউনিকেশন স্কিলস, কম্পিউটার স্কিলস, ডি আই এস স্কিলস, আরবান প্লানিং, ট্রান্সপোর্টেশন প্লানিং, অ্যানভায়রনমেন্ট প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রজেক্ট ইভ্যালুশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ইংলিশ স্কিলস, ইকোনোমিক স্কিলস - এসব বিষয়ে প্রাধান্য দিয়ে এ ৫টি বিশ্ববিদ্যালয়ে পড়িনো হয়ে থাকে।
কর্মক্ষেএে সুযোগ:
দেশের নগর পরিকল্পনাবিদদের জন্য রয়েছে জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লনার্স, পেশাজীবী সংগঠন হিসেবে বিআইপি পরিকল্পনা শিক্ষার বিস্তৃতি সংশ্লিষ্ট ক্ষেএে গবেষনাকর্ম পরিচালনা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিসহ পরিকল্পিত নগরের পরিল্পনা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। কর্মক্ষেএে আসার আগে শিক্ষার্থীদের পেশা হিসেবে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বিআইপি প্রতিষ্ঠান থেকে।কানাডা, আমেরিকা, অষ্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এ এর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কতৃপক্ষ(রাজউক), চট্টগ্রাম উন্নয়ন অধিদপ্তর(সিডিএ), রাজশাহী উন্নয়ন অধিদপ্তর(আরডিএ),খুলনা উন্নয়ন অধিদপ্তর(কেডিএ) এসব স্থানে চকরির সুযোগ রয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




