somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বরোগের মহৌষধ

১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাপিত জীবনের পথ পরিক্রমায় নানাবিধ সমস্যায় আক্রান্ত হইয়া বহুবার বহু বিদগ্ধজনের শরণাপন্ন হইতে হইয়াছে। কখনও তাহাদের দ্বারস্থ হইয়াছি, কখনও তাহারা উপযাচক হইয়া তাহাদের মহান সেবার হাত বাড়াইয়া দিয়াছেন। আজিকে এইরুপ দুই বিদগ্ধ হেকিমের কথা বলিব, চিকিৎসা শাস্ত্রে যাহাদের অগাধ পাণ্ডিত্য ও দখল আমাকে যাহার পর নাই বিস্মিত করিয়াছে।

হেকিম নং – ১

এই ভদ্রলোকের সহিত আমার বহু পূর্বেই পরিচয় হইয়াছিলো। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে একত্র পাঠ গ্রহণ করিলেও শতাধিক শিক্ষার্থীর ভীড়ে তাহার এই মহৎ গুণের পরিচয় আমার নিকট অজ্ঞাত। তাহারপর যেই মহেন্দ্রক্ষণে রাজধানীবাসী হইবার অভিলাষ পোষণ করিলাম তদ্যপি হইতে সম্পর্কে তিনি হইলেন আমার সহকক্ষনিবাসী। এইবার তাহার অব্যর্থ হেকিমি/কবিরাজি/ধন্বন্তরি/ আয়ুর্বেদ বিদ্যার পরিচয় দেইঃ

একদা খানকয়েক কার্য্যালয়ে দৌড়ঝাঁপ দিয়া কর্ম সম্পাদন করতঃ গৃহে প্রত্যাবর্তণ করিতে করিতে ঘড়ির কাটা পাঁচের ঘরকেও অতিক্রম করিতে উদ্যত হইল। ক্ষুধার আধিক্যে চক্ষুদ্বয়ে অন্ধকার ঘনাইয়া আসিতেছে। অগ্র-পশ্চাৎ বিবেচনা না করিয়াই খাদ্যগ্রহণ করিলাম, ফলাফল অবশ্যম্ভাবী; প্রচণ্ডমাত্রায় উদরের পীড়ায় আক্রান্ত হইলাম। যন্ত্রণায় আমার গড়াগড়ি দিইবার দশা। অম্ল-শূলের বেদনায় যাহা হইয়া থাকে। লক্ষ্মণ সকল দেখিয়া শুনিয়া হেকিম সাহেব বিজ্ঞের মত মাথা নাড়াইয়া কহিলেন “দোস্ত, তুই সেভেন আপ খা, ঠিক হয়ে যাবে”। ভাবিলাম কী জানি উহার হয়তো ইহাতেই আরোগ্য হয়, আর গায়ে মাখিলাম না।

ইহারপর একদা সান্ধ্যকালীন ভ্রমণ সমাপ্ত করিবার পথে এক রেস্তোরাঁয় বিস্তর তেলে-ভাজা দেখিয়া আমার রসনা বিদ্রোহ করিয়া বসিলো। আমিও তাহাতে সম্মতি জ্ঞাপন করিয়া বিস্তর পরিমাণে উদরস্মাৎ করিলাম। গৃহে প্রত্যাবর্তণ করিতে বিলম্ব হইতে পারে, কিন্তু জ্বালা পোড়া আরম্ভ হইতে বিলম্ব হইল না। আমি অত্যধিক পরিমাণে পানি পান করিতে করিতে ঘর বাহির করিতে ছিলাম। লক্ষ্মণ সকল দেখিয়া শুনিয়া হেকিম সাহেব চশমার কাঁচ মুছিতে মুছিতে বললেন “দোস্ত, তুই সেভেন আপ খা, ঠিক হয়ে যাবে”। আমার তখন ছাড়িয়া দে মা কাঁদিয়া বাঁচি অবস্থা, তাই উহার কথায় কর্ণপাত করিলাম না।

তাহার সর্বোৎকৃষ্ট হেকিমি পরিচয় যেইদিন পাইয়াছিলাম তাহা আজও আমার মানসপটে উজ্জ্বল হইয়া রহিয়াছে। ভবিষ্যতেও থাকিবে বহুকাল, এইকথা হলফ করিয়া বলিতে পারি। জন্ম হইতে অদ্যাবধি এতোটা কাতর কখনই হই নাই। খাদ্যে বিষক্রিয়ায় নির্গমণ প্রচণ্ডমাত্রায় এবং আশঙ্কাজনকরুপে বৃদ্ধি পাইয়াছিল। শরীর ভয়ানক মাত্রায় দূর্বল। গৃহে ফুটাইয়া রাখা পানির উপরও আস্থা হারাইয়া ফেলিয়াছিলাম। সেই যাত্রায় একনাগাড়ে বেশ কয়েকদিন ক্রয়কৃত বোতলজাত পানি ভিন্ন অন্যকোন পানি পান করিতাম না। এমত ভয়াবহ অবস্থায় বিজ্ঞ হেকিম সাহেব তাহার প্রতিবেশীসুলভ দায়িত্ব ও কর্তব্য একখানা জ্ঞানী বিদগ্ধ আপ্ত বাক্য উচ্চারণের মাধ্যমেই সম্পন্ন করিয়াছিলেন। প্রিয় পাঠক আপনি অভ্রান্ত অনুমান করিয়াছেন। তাহার সেই মহৎ বাক্যখানা ছিলো “দোস্ত, তুই সেভেন আপ খা, ঠিক হয়ে যাবে”। সেইক্ষণে হস্তে একখানা সেভেন আপের বোতল থাকিলে কি করিতাম জানি না!! তবে ঐ মুহূর্তে তাহার নাম ঠিক করিলাম হেকিম সেভেনাপ খাঁ


চিকিৎসক নং- ২


এইক্ষণে যাহার কথা বলিব বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছিলেন আমার একমাত্র ধূমপায়ী সহকক্ষনিবাসী। আমার যন্ত্রণায় ও আচরণে অতিষ্ঠ বেচারাকে সর্বদাই কক্ষের বাহিরে যাইয়া ধূমপান করিতে হইতো। বেচারা বিরক্ত হইয়া মাত্র একমাস পরেই আরেক কক্ষে চলিয়া যান। এক বৎসরকাল পরে পুরো গৃহই ত্যাগ করেন। তদুপরি যোগাযোগ বিদ্যমান ছিলো এবং এখনও তাহা বিদ্যমান রহিয়াছে বৈকি!! তাহার এক বিচিত্র অভ্যাসের কথা না বলিয়া থাকিতে পারিতেছি না। তাহার স্কন্ধের থলেতে সর্বদাই এক বোতল ডেক্সপোটেন মজুদ থাকিত। (যাহারা ইহার সাথে পরিচিত নন তাহাদের উদ্দেশ্যে বলিতেছি, ইহা একটি সর্দি-কাশি নিবারণের তরল ঔষধ, যাহা অতিরিক্ত সেবনে মৃদু ঝিমুনি ভাব হইতে পারে বলিয়া মোড়কের গায়ে সতর্কতা হিসেবে ভারী যানবাহন ও যন্ত্রপাতি পরিচালনা হইতে বিরত থাকিবার কথা মুদ্রিত রহিয়াছে।) ভুলেও যদি আমরা কেহ উহার সামনে খুক করিয়া কাশিয়া ফেলিতাম তো আমাদের ধরিয়া এক চামচ ডেক্সপো (পুরো নাম ডেক্সপোটেন হইলেও আদর করিয়া তিনি ইহাকে ডেক্সপো ডাকিতেন) সেবন করাইয়া দিতেন। কেহ হয়তো বলিলো মাথা মৃদু ঝিম ঝিম করিতেছে............ তাহার আর নিস্তার নাই। এইরুপে সর্দি, কাশি, হাঁচি, মাথাব্যথা, মাথাধরা, গা ম্যাজ ম্যাজ, হালকা জ্বর হইতে শুরু করিয়া এমন কি পেটব্যাথায়ও এই একই ঔষধ ব্যপক উৎসাহ উদ্দীপনার সহিত সেবন করাইয়াছেন বলিয়া জানা যায়। একবার কোন এক পরীক্ষার আগে তাহার সম্মুখে আমি বিরক্তি প্রকাশ করিয়া বলিয়াছিলাম “ধুর!! পড়ায় মনই বসাতে পারছিনা”। খেসারত এবং মনযোগ বৃদ্ধির টনিক হিসাবে আমাকেও একচামচ ডেক্সপো সেবন করিতে হইয়াছিলো। আর যদি কোন অভাগা ভুলে বলিয়া ফেলিলো রাত্রে উহার ঘুম হয় নাই, তাহা হইলে তো একাদশে বৃহঃস্পতি। তাহার জন্য দাওয়াই বৃদ্ধি পাইয়া দুই চামচ হইতো। তাই ভুলের বশবর্তী হইয়াও কখনোই আমরা উহার সামনে কোন প্রকার অভাব অভিযোগ সমস্যার কথা বলিতাম না। এবং সর্বদা এই ভয় করিতাম যে কবে তিনি বলিয়া বসেন “তোদের কোন সমস্যা নাই কেন?? একচামচ ডেক্সপো খা”

প্রিয় পাঠক, শেষক্তজনের নামকরণের গুরুভার আপনাদিগের বিজ্ঞ হস্তেই অর্পণ করিলাম।



********************

একটা সময় সাধু ভাষায় লিখতে খুব তৃপ্তি পেতাম। মন ভালো হয়ে যেতো। সামুতে আমার প্রথম পোস্টটি (অনুরোধে ঢেঁকি গেলা) ছিলো সাধু ভাষায়। আজ বাংলাদেশের সাথে আইসিসি যে আচরণ করল, তাতে খুব মন ক্ষুণ্ণ হয়েছিলাম। তাই ভাবলাম মনটা একটু হালকা করি।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮
৬২টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×