"প্রথম দেখেছিলাম তোমায় "
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)
আমি দেখেছিলাম সেদিন তোমায় কোনো এক
জনশুন্য রাস্তায় একাকী হেঁটে যেতে ,
আমি দেখেছিলাম সেদিন তোমার মুখের হাসি
যা বিমোহিত করেছিলো আমাকে !
আমি দেখেছিলাম সেদিন তোমার অবিরত
পথ চলার মধ্যে এক অভিন্নতার ছোঁয়া যে ,
আমি দেখেছিলাম সেদিন তোমার মধ্যে বহে চলা
এক প্রেমের মাধুর্য্য তাকে ।
মূগ্ধ তোমার দেখা পেয়ে , বিমোহিত, হারিয়ে ফেলেছি
মনের স্বাভাবিক ভাষা ওগো আমি ,
খুঁজি তোমায়, আমার মনে মিশে আছো যে তুমি, তাই
কল্পনায় বসবাস করো সর্বদা তুমি।
আর কি কখনো আসবে না তুমি দেখা দিতে আমায়
দিবে না আমায় পরিপূর্ণতা তোমার ,
জানি আমি , ভালোবাসা যদি সত্যি হয় তাহলে
তুমি আসবে দ্রুত ভালোবাসতে শুধু আমায় ।