"তুমি কি থাকবে আমার "
-এ.কে.এম.রেদওয়ানূল হক (নাসিফ)
তুমি কি থাকবে আমার , থাকবে কি হাত টা ধরে ,
বলো না গো প্রিয়তমা আমায় ,
রেখে দিতে চাই , পাশে রাখতে চাই আমার হৃদয় মন্দিরে
সবসময়ের জন্য তোমায় !
ভালোবাসি যে খুব করে তোমায়, চাই তোমার পরশ,
চাই না হারাতে যে গো কখনোই আমি ,
দাও না গো ফিরিয়ে আমায় , রেখে দাও না তোমার
মনে আমায় ভালোবেসে তুমি !
জানি না ওগো কি আছে তোমার মধ্যে, কেনো ভালোবাসলাম
তোমায় আমি এতো ;
একটি বার বলো গো, কথা দিলাম থাকবো আমি
তোমার ভালোবাসাতেই নত ।
থাকো যদি তুমি আমার ওগো প্রিয়তমা , ভালোবেসে যাও
যদি আমায় শুধু সর্বদা তুমি;
কথা দিলাম তোমায় আমি , তুমি বিহনে জায়গা দিবো না
অন্য কাউকে কখনো আমি ।
থেকে যেতে চাই তোমার, পেতে চাই শুধু তোমাকে আমি
ওগো জন্ম জন্মান্তরে ;
যদি তুমি রাখো আমায় , কখনো আমি ছাড়বো না
এই হাত কোনো বাহানা তে !