"তোমাকে ই চাই "
এ.কে. এম.রেদওয়ানূল হক নাসিফ
আমি আসতে চাই তোমার কাছে
ধরতে চাই দুটি হাত বলতে চাই
জমানো কথাগুলো তোমায় ওহে প্রিয়া ,
দিবে কি সেই সুযোগ তুমি আমায়
শুনবা কি আমার অপূর্ণ কথাগুলো
যাতে ধন্য করতে পারি তোমাকে আমার ভালোবাসা দিয়া ।।
দিতে চাই অনেক ভালোবাসা
তোমাকে বলতে চাই কত কথা ,
করতে চাই নির্মাণ ভালোবাসার দৃষ্টান্ত ;
যেনো আমি মরে গেলে ও তুমি বলতে পারো
আমার জীবন যে একজনের
প্রকৃত ভালোবাসা পেয়েই পরিপূর্ণ !
জানি দিবা না তুমি সেই সুযোগ আমায়
করবা না আমার ভালোবাসা কে গ্রহন ,
তবে মনে রেখো ওহে প্রিয়া ,
ভালোবেসে ছিলাম তোমাকে ভালোবেসে ই যাবো তোমাকে ,
যতদিন শেষ হবে না ভালোবাসার দৃষ্টান্ত
রয়ে যাবে তোমার প্রতি আমার সম্পূর্ণ মনসক্রিয়া ।
চাই গো হয়ে থাকতে তোমার চাই
তোমাকে জীবনের সর্বোচ্চ জুড়ে ,
চাই তোমায় প্রতিটা মুহুর্তে প্রতিটা ক্ষণে ,
যদি দাও তুমি আমায় সেই সুযোগ ,
ধরতে দাও তোমার দুটি হাত
থেকে যাবো তোমার হৃদয়ের একটি কোণে ।