"মৃত্যু "
এ.কে. এম . রেদওয়ানূল হক (নাসিফ )
পৃথিবীর মধ্যে আছে যে এক সত্য, যেটা জগত সংসারের
সকলেই করে বিনা দ্বিধায় বিশ্বাস ;
যেটা থেকে পারবে না গো কেউ বাঁচতে, যেতো ই দাও
না কেন মানব তুমি তোমার মনকে আশ্বাস ।
কত শত বিপদ আসে এই জীবনে, আসে ভয় বিপত্তি
তারপর ও মানব জীবনে চলে যথাযথভাবে শ্বাস প্রশ্বাস;
তারপর সবাই মেনে নেয় নির্দ্বিধায় , মৃত্যু ই একমাত্র সত্য ;
যা নিয়ে নিবে সকলের জীবনের সর্ব নিঃশ্বাস ।
মৃত্যু যে চির সত্য, কেউ পারবে না বেঁচে থাকতে এ থেকে
আজীবন মৃত্যু ই করবে সকলকে নিহত ;
যখন মৃত্যু আসবে তোমার চোখের সামনে , করতে হবে
তোমাকে মৃত্যুর কাছে ই মাথা নত !
যত ই পরিকল্পনা করো বেঁচে থাকবার করো
চিন্তা নিজেকে রাখার বিপদ থেকে মুক্ত,
যখন আসবে মৃত্যু, পালানোর ও সুযোগ থাকবে না
মৃত্যু করবে তোমার জীবন টাকে রুদ্ধ (আটক , বন্দী)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১