"তুমি আছো বলেই "
এ.কে.এম . রেদওয়ানূল হক ( নাসিফ )
তুমি আছো বলেই , হাসিখুশি থাকি আমি সর্বদা উৎফুল্ল
মন বিরাজ করে সারাক্ষণ;
তুমি আছো বলেই , শান্তি খুঁজে পাই সকল কিছুতে
থাকে না অলসতা প্রতিক্ষণ ।
তুমি আছো বলেই , ভালো থাকি আমি ,
জমায়িত দুঃখগুলো হচ্ছে পরিবর্তন,
তুমি আছো বলেই , ভালো থাকে মন ,
এই হৃদয়ে সৃষ্টি হয় ভালোবাসার এক মহা প্লাবণ ।
তুমি আছো বলেই , খোঁজার প্রয়োজন মনে করে না
এই হৃদয় অন্য আরেকজন ,
তুমি আছো বলেই , ভালোবাসতে ইচ্ছে করে ,
স্বপ্ন দেখে সারাক্ষণ তোমার নিয়ে এই মন ।
তুমি আছো বলে , থেকে যেতে চাই তোমার পাশে
রেখে দিতে চাই তোমায় সারাক্ষণ;
তুমি আছো বলেই , সারাজীবন পার করে দিবো
এই আশায় প্রহর গণে এই মন প্রতিক্ষণ ।
বলো না গো যাবে না রেখে আমায় , করবো না নিরাশ
কখনো আমার এই অশান্ত মন ;
ভালোবেসেছি তোমাকেই প্রথম , তোমার তরে রেখে দিতে
চাই ভালোবাসা সারাটা জীবন !!!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩১