"চাই তোমার ভালোবাসা"
-এ.কে.এম.রেদওয়ানূল হক (নাসিফ)
চাই একটু ভালোবাসা, চাই একটু তোমার ছোঁয়া
চাই শুধু তোমার ই হতে ,ওগো প্রিয়তমা ;
চাই আমি তোমার সেই ছোঁয়া, চাই আমি তোমার থেকে
পূর্ণ ভালোবাসা, এটাই আমার একান্ত কামনা !
চাই একটু একসাথে চলতে; চাই একটু ভালোবাসতে একান্ত মনে
তোমার সাথে কথা বলতে নিরলে ;
চাই আমি তোমার হাতের পরশ চাই তোমাকে নিয়ে চলতে
তুমি ই আমার শুধু তোমাকে চাই এ জীবনে ।
পূর্ণ হবে না গো মোর জীবন , না পেলে তোমার ভালোবাসা ;
ওগো দেও গো তুমি সেই পূর্ণতা আমাকে ;
যদি না পাই তোমার ভালোবাসা, অপূর্ণ থেকে যাবে গো মোর সকল আশা ,
তাই তো চাই সর্বদা এ জীবনে তোমাকে !
যদি তুমি দাও আমাকে তোমার ছোঁয়া, করো যদি তোমার
ভালোবাসা তে আমাকে পরিপূর্ণ এ জীবনে ;
থেকে যাবো তোমার এই হৃদয়ে আমি ওহে , যাবো না কোথায় ও
আমি ওগো ;যাবো না অন্যত্র তুমি বিহনে !
যদি তোমার ভালোবাসা দাও ,থেকে যাও যদি তুমি আমার হয়ে ,
রেখে দাও যদি তোমার ই বুকে আমারে
কথা দিলাম তোমায় আমি , সারাটা জীবন চলতে থাকবো ওগো ,
ভালোবাসা দৃষ্টান্ত সৃষ্টি করবো দুজনে
তোমার ভালোবাসা পেতে চায় আমার এই মন জন্মজন্মান্তরে;
এই মন ভাসতে যে চায় তোমায় ভালো ;
দাও তোমার সেই পরশ , যে পরশ পেলে হারিয়ে যাবো আমি তোমাতে ;
চলবো হাত ধরে সারাজীবন দুজনে একসাথে!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭