হবে কি আমার
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)
কত কষ্টে , কত দিন এর অপেক্ষায় , আর কত নির্ঘুম রাত কেটেছে,
ছিলাম তোমাকে ছাড়া অসম্পূর্ণ;
অবশেষে পেলাম তোমায়, করলে আমায় ধন্য, দিলে তোমার পরশ
হলাম তোমার ভালোবাসায় পরিপূর্ণ ।
দিলে তোমার ছোঁয়া আমায় , বললে কথা একান্ত মনে হদয়ের সাথে আমার ,
দিলে হৃদয়ে জায়গা তোমার;
জানি না আমি কিভাবে জয় করবো তোমার মন কিভাবে সারাটা জীবন ;
তোমাকে করে রাখবো ওগো আমার !
জানি না আমি পারবো কি তোমার মনের মানুষ হতে রাখতে পারবো কি!
তোমার মন ভালো আমার ছোঁয়ায় ;
তবে তুমি জেনে রাখো , এতো কষ্টে যখন আমি পেয়েছি তোমায় ;
ভালোবাসা দিবো শুধু সবসময় শুধু ই তোমায় !
ছাড়বো না গো কখনো তোমার এই হাত , রাখবো শুধু যত্নে তোমায় ,
দিবো না কখনো কষ্ট তোমায় ;
তুমি কি ভালোবাসবে আমায় , দিবা না তো কখনো কষ্ট ছাড়বে না
তো এই হাত বলো না গো আমায় !
প্রকৃত ভালোবাসা পর করে না কখনো শত বিপদের মধ্যে ও
ভালোবাসা থেকে করে জীবনকে ধন্য ;
আমি হারাবো না, আমি থেকে যাবো তোমার মধ্যে ,
করবো আমাদের দুজনের ভালোবাসা পূর্ণ ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩