"জীবন দিলাম তোমার তরে "
এ.কে.এম .রেদওয়ানূল হক নাসিফ
জীবন দিলাম তোমার তরে , ভালোবাসা দিলাম সব বিলিয়ে
বিনিময়ে দুঃখ দিলে তুমি আমায়
জানতে চাই আমি ওগো এতো ভালোবাসার পর ও কেন
আমি রাখতে পারলাম না তোমায় ,
ভালোবাসা কি ভুল ছিলো আমার , নাকি তুমি চাওনি
থাকি সারাটা জীবনের জন্য তোমার ,
তাহলে মিথ্যা এই অভিনয় না করে বলে দিতে
বলতাম না ভালোবাসো , তুমি থাকো আমার ।
ভালোবেসে ছিলাম খুব যে তোমায় , তাই কষ্ট হচ্ছে আজ
তুমি বিহনে আমার এই একাকী জীবনে;
তবু ও মানিয়ে নিতে পেরেছি নিজেকে কারণ ভালোবাসা
শিখায় মানুষ কে জীবনের প্রকৃত মানে !
ভালোবাসে সবাই , পূর্ণতা খোঁজে সবাই , তবু ও অপূর্ণ থেকে যায়
শতশত ভালোবাসার আখ্যান ;
তবু ও জীবন থেমে থাকে না কারো জন্য , সে যে তৈরি করে চলেছে
শতশত পবিত্র প্রেমের নির্মাণ।
পূর্ণতা পায় নি শতশত প্রেমের সম্পর্ক এই জগত সংসারে মাঝে
হয়নি সুন্দর মিলন , পায়নি সুন্দর ইতি ;
তারপর ও প্রেম ই সুন্দর, প্রেম ই জীবনের প্রেরণা ,তাই তো
সবাই প্রেমের মধ্যে ই খুঁজে জীবনের মুক্তি !
প্রেম আসে বলেই , সুন্দর এ জীবন , সকলের জীবনে প্রেমের
মধ্যে ই মাধুর্য্যতা খুঁজে ;
তাইতো কবি বলে ,প্রেমের পবিত্র শিখা চিরকাল জ্বলে
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে!!!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১২