"হারানোর ভয় "
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)
জীবনে করি না কিছু ভয় , করি না কিছু ভয় হারানোর
শিখে গেছে যে মানিয়ে নিতে এ জীবন ;
কিন্তু কেন জানি ভয় পাই , যদি হারিয়ে যাও তুমি ,
পাইনা তোমার খোঁজ তখন কি হবে আমার !
কত কিছু ই হারালাম এই জীবনে, মেনে নিতে পেরেছি ,
সহ্য করেছি , সেই হারানোর একরাশ বেদনার কথা .
কিন্তু যখন ই ভাবি , যখন মনে জাগে যদি তুমি হারাও তখন
কিভাবে সহ্য করবো তোমাকে হারানোর যন্ত্রণা !
অনেক কষ্টে অনেক পথ অতিক্রম করার পর , অনেক ধকল
সহ্য করার পর তোমাকে পেয়েছি আমি ;
যদি হঠাৎ করে হারিয়ে যাও, খুঁজে পাইনা আর জগতে তখন
কেমনে বাঁচবো ওগো বলো না গো তুমি !!
তুমি আমার জীবনের এক আশার আলো, তুমি আমার ;
জীবনে এক অনুপ্রেরণার বাতি ;
তুমি হারিয়ে গেলে , যদি তুমি না থাকো , তাইলে কিভাবে
করবো আমার জীবনের উন্নতি !
তাই তো ভয় হয় , যদি হারাই তোমায় আমি , পাই না কোথাও
খুঁজে আর তোমায় আমি এই ভুবনে ;
তখন আমি সহ্য করতে পারবো না, পারবো না তোমাকে
ছাড়া থাকতে এই জগত সংসারে !
হারাতে চাই না তোমাকে আমি , ছাড়তে চাই না ;
ওগো তোমায় আমি আমার জীবনে ;
যদি হারিয়ে ও যাও তাইলে মনে রেখো ,
আমি ভালোবেসেছি শুধু ই তোমাকে !
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭