"এই শহর "
--- এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ "
এই শহরে বৃষ্টি নাই , নেই মেঘের আনাগোনা;
তাই বলে কি তুমি মনমরা হয়ে বসে থাকবা একটানা।
এই শহর জানে না হাসতে ,জানে মানুষকে কাঁদাতে
তাই বলে কি তুমি এই শহরের মায়ার পরে ভুলে যাবা হাসতে ।।।
এই শহরে কোনো সত্য নাই আছে সব মিথ্যার আভাষ ;
তাই বলে তুমি ভুলে যাবা বলো সত্যের সুভাষ ।
এই শহর বলবে ডেকে তোমায় আমার ভালোবাসো সারাক্ষণ ,
কিন্তু জানো কি তুমি এই শহর যে চায় তুমি নিজেকে ভুলে থাকো প্রতিক্ষণ
নিজেকে বের করো নিজেকে আবিষ্কার করো , যদি বাঁচতে চাও
থাকতে চাও নিরাপদ এই শহরের বিষাক্ত বিষ থেকে;
যদি পারো তা করতে তাইলে একসময় বলবা তুমি, আসলেই
নিজেকে ভালোবাসার মর্ম আর কোথাও নেই যে।।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬