"ফিরে আসেন বারবার "
এ. কে. এম রেদওয়ানূল হক নাসিফ
তুমি কি দেখোনি মানব , বর্বরতার পতন ফেলে আসা
অন্তিম মহাকালের কথা ,
তুমি কি দেখোনি মানব , আভিজাত্যের ধ্বংস যাহা
হারিয়েছে তার নিজস্ব রাস্তা ।
তুমি কি শুনো নি মানব বীর মুজাহিদ
সালাউদ্দিন আইয়ুবি হুঙ্কারের বজ্র স্বর ,
তুমি কি দেখো নি মানব , অন্ধ বীর
রুকন উদ্দীন বাইপাসের হাতে ইসলামের বিজয় ।
কিসের এতো অহংকার তোমার আজ , কিসের এতো
উল্লাস তোমার মুসলিমদের করে কতল ;
খুলো ইতিহাস দেখো চোখ দিয়ে একটি বার , যুগে যুগে
আর্বিভাব হয়েছে আল্লাহ আইন কায়েম কারী হযরত উমর !
যেখানে হবে অন্যায় বেড়ে যাবে অত্যাচারের মাত্রা
অত্যাচারি করবে ধ্বংস সর্ব নগরী ;
সেখানেই সেনানী রুপে ফিরে আসবে অন্যায় কে ধ্বংস করতে
বীর সুলতান আল মাহমুদ বিন গজনবী !
ভুলে গেলে চলবে না , টিকে থাকে না অত্যাচারী শাসক
তাদের আইন আজীবনধরী ;
ইসলামের ঝান্ডা নিয়ে বারবার বীর রুপে ফিরে আসবেন
শিহাব উদ্দিন মোহাম্মদ বিন ঘুরি ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২