জবাব -
এদের কথাটা এরকম হয়ে গেলো না,"ভাই বুখারীর দাওয়াত বাদ দিয়ে হাদিসের দাওয়াত দিন। " ??
ভাই, ফাজায়েলে আমালেতো কোরআন হাদিস এবং এগুলোর ব্যাখ্যাই দেওয়া হয়েছে।
আর আপনি বললেন, কোরআনের অর্থ সহ পড়ার দাওয়াত দিতে।
আমরা এর সম্পূর্ণ বিপক্ষে কারণ কোরআনের শানে নূযুল, এর তাফসির তথা interpretation ছাড়া শুধু অর্থ পড়ার দ্বারা কোরআন বুঝা যাবে না।
তাই আমরা বলি, কোরআনের তাফসীর পড়তে। কিছু লোক এবং অনেক নাস্তিক তো শুধু এজন্যই নাস্তিক হয়েছে যে এরা শুধু কোরআনের অর্থ পড়ে অনেক ভুল বুঝেছে,তাফসির না পড়ার কারণে
এর পরও কিছু বুঝতে অসুবিধা হলে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবে।
ভাই, বলেন তো ফাজায়েলে আমালের মধ্যে ফাজায়েলে কোরআন চাপ্টারটা কেন রাখা হয়েছে ? সেটা সম্পূর্ণ পড়লে এমন বোকার মত মন্তব্য করতেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




