কেউ একজন আমাকে বললো ভাই -
১.তাবলীগ ওয়ালারা সৎ কাজের আদেশ দেয় কিন্তু অসৎ কাজে নিষেধ করে না কেন ?
২.তাবলীগ ওয়ালারা শুধু মুসলমানকে দাওয়াত দেয়,অমুসলীমদের দাওয়াত দেয়না কেন ?
প্রশ্ন দুটির বিষয়ে আমার অভিমত -
আপনার বোঝা উচিত,যে সৎ কাজের আদেশ করে সেই কিন্তু অসৎ কাজের নিষেধ করে l যে একটা করে সে সব কটিই করে !
আর যে একটিও করেনা সে কোনটিই করেনা ! বরং যারা মানুষকে আল্লাহ'র দিকে ডাকে , সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে . .
এরা ঘরে বসে বসে তাদের সমালোচনা করে !
যাদের কোন কাম কাজ নাই সমালোচনাই দেখবেন এদের প্রধান কাজ ! কথায় আছে অলস মস্তিষ্ক সয়তানের কারখানা ! আর যারা নিজেরা ভাল কাজ করেনা তারা মানুষের ভাল কাজে সন্তুষ্ট না !
এদের স্বভাব শুধু দোষ খুজে বেড়নো আর ভাল কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা !
এদের অধিকাংশের চেহারা সূরত আর বেশ ভূষা দেখলেই বুঝবেন ইসলাম নিয়ে কথা বলা বা মানুষের দোষ ধরার যোগ্যতা এদের আছে কিনা !?
বরং না এরা ব্যাক্তিগত জীবনে দীন পালন করে,আর না দীন বুঝে ! কিন্তু মানুষের দোষ খুজতে কখনও ভূল করেনা !
সমালোচনা করা যত সহজ ঘর ছেড়ে বেরিয়ে কাজ করা কিন্তু তত সহজ নয় !
এখন হিন্দু,খৃষ্টান,ইয়াহুদি,বৌদ্ধ এদের সবার কাছেই দাওয়াত পৌছাতে হবে ! আমরা তাবলীগ ওয়ালারাই কেন শুধু তাদের কাছে যাব ? আপনিও চলেন আমাদের সাথে ??
আমরাতো যাই-ই. . গোটা বিশ্বে তাবলীগ জামাতের উছিলায়ই লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহন করছে ! মাওলানা কলিম সিদ্দিকি বা তারিক জামিলের কথা তো সবারই জানা l এছাড়াও ইউরোপ,আমেরিকা,আফ্রিকায় তথা গোটা বিশ্বে কাদের হাতে সর্বাধিক ইসলাম গ্রহনের ঘটনা ঘটছে ?? উত্তর একটাই তাবলীগ ওয়ালাদের ! (ইনশা-আল্লাহ বিস্তারিত পরবর্তিতে)
আপনারা ঘরে বসে থাকলে চলবে ?? আমরা এটা করিনা.. ওটা করি না ??
তা আপনি কোনটা করেন ??
আমাদের সাথে চলেন ? ঘরে বসে আছেন কেন ??
আমরা তাবলীগ ওয়ালারাই শুধু কাজ করে মুসলীম-অমুসলীমদের এত বড় জনগোষ্ঠিকে কিভাবে কভার করবো ?? এর জন্য তো আপনাদের ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সহযোগি হতে হবে তাই না ??
আসেন তাহলে যাই ? আমরা একা যাব কেন আপনিও চলেন ??
r_R_

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




