"দেশের খবর লন, ৫ টাকা। "
এইভাবে বাসে পত্রিকা বিক্রি করছিলেন এক হকার।
দেখছিলাম আর ভাবছিলাম দেশের খবর তো আমার চারপাশেই আছে ।
দেখি না শুনি না তাইতো হকারকে দেশের খবর বিক্রি করতে হচ্ছে তাও মাত্র ৫ টাকায়। এই ৫ টাকার বিনিময়ে আমার বিবেক, চিন্তাশক্তি, ভালোমন্দ সবকিছুর উপর প্রভাব বিস্তার করছে স্বার্থবাদী মিডিয়া।
তাইতো চলতি পথে অন্যায় দেখি না অন্যায় দেখতে হয় খবরের কাগজে, টিভিতে।
সামনে ঈদ । দেশের শপিংমল গুলোতে উপচেপড়া ভীড়। সবাই ব্যস্ত ; কে রাখে কার খবর। কেউ ব্যস্ত দুহাত শপিং ব্যাগ সামলাতে, আবার কেউ ব্যস্ত দু'হাতে ভিক্ষা করতে।
আর আমার মত কিছু লোক আছে যাদের শপিং কিংবা ভিক্ষা কোনটাই করার ক্ষমতা নাই, তারা ব্যস্ত এই দুইদলের কর্মকান্ড দেখতে।
দেখি, ভাবি আর কষ্ট পাই।
" দেশের খবর মাত্র ৫ টাকা ! " এতোই
সস্তা আমার দেশ ।
ইচ্ছে করে সব শালাকে মেরে ফেলতে। খালি দেশ
দেশ বয়ান দেস। কিন্তু গুয়া মারা ছাড়া দেশের
আর কি উপকারটা করছস রে তোরা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




