একদিন আমি কেঁদেছিলাম,
কেউ ছিল না স্বান্তনা দেয়ার।
একদিন আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম,
কেউ বুঝতেও পারেনি ।
একদিন আমি চুর্ন-বিচুর্ন হয়ে গিয়েছিলাম,
কেউ আমলেই নেয়নি।
একদিন আমি বব্ধুহারা হয়ে গিয়েছিলাম,
কেউ বন্ধুত্বের হাত বাড়ায়নি।
একদিন আমি নিজেকে হারিয়ে এগলি ওগলি খুঁজে বেড়িয়েছি,
কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি ।
এরপর
তার ও পর
তার ও অনেক পর
তার ও অনেক অনেক পর
একদিন দেশসুদ্ধ সবাই বললে ,
ছি ছি ছি ! রবি , এত্তো খারাপ ।
কারনটা আজ আর নাইবা বললাম।
[ এটা কোন কবিতা নয়, ভালো চাইলে মন্তব্য
করা হতে নিজেকে পরিহার করুন। ]
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




