আজ অনেককিছুই বলতে চাইছি।
তা তোমার সময় থাক বা না থাক।
ছিল একটা সময় যখন তুমি যা বলতে,
তা শুনে যাওয়ায় ছিল আমার একমাত্র কাজ।
এভাবে চলতে চলতে মানতে মানতে,
আজ ফুটন্ত আগ্নেয়গিরি আমি।
অগ্ন্যুৎপাত হবে আচমকা।
সময়ের প্রয়োজনে না বলা শব্দমালা,
আজ স্বীকৃতি চাইছে।
না দেখানো আবেগ ফেটে পড়বার অপেক্ষায়
সাবধান! তুমি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




