প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।
আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে–
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে ।
মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।
পাদটীকা : নিমাই ভট্টাচার্য, মেমসাহেব উপন্যাসে এই
লাইনগুলো বলিয়েছিলেন । আমরা বলি না কারন এখন
কারো সময় নেই, কারো মেমসাহেব হওয়ার। সবাই রেডিমেড
চাই; কেউ চায় মেম – কেউ চায় সাহেব। লেখক বেচে গেছেন
বর্তমান সময়ে জন্মাননি, তাহলে গল্প মেমসাহেব না হয়ে
লেডি-গাগা হয়ে যেত।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




