
ঢাকা এয়ারপোর্ট - ওয়েটিং লাউঞ্জে বসে আছে ধ্রুব।
চোখ বন্ধ, কানে হেডফোন - বেশ দূর থেকেই বোঝা যাচ্ছে কি চলছে মোবাইলে - ফুল ভলিউমে গেয়েই যাচ্ছেন Steve Perry.
গতকাল হঠাৎ করেই বন্ধু শফিক ফেসবুকে নক করে এয়ারপোর্টে থাকতে বলেছিল। বেশ সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে আসায় ছাত্রদের আন্দোলন কিবা শ্রমিকদের ধর্মঘট কোনটায় ধ্রুবকে আটকাতে পারেনি।
কাঁধে কারো হাতের চাপ অনুভব করতেই পাশ ফীরে তাকালো ধ্রুব। হাফ লেডি গাগা-হাফ ব্রিটনি স্পিয়ার্স টাইপের এক বিদেশী কেন যে তাকে ডাকাডাকি করছে? এরা সাধারনত খুব বোরিং হয় - কি যে রিকোয়েস্ট করবে কে জানে? এক কানের স্পিকার সরিয়ে ধ্রুব বলল -"ইয়েস।"
মেয়েটি হড়বড় করে প্রায় মিনিট-খানেক কিছু একটা বলে গেল -- যার বিন্দু বিসর্গও বুঝতে পারলো না ধ্রুব।
continued..
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




