চিবুকে ছিলো বহু জনমের দ্রোহের আগুন
পুড়িয়ে মাটি করল বিগত হওয়া সেই সব বিকেলে,
গোধূলী বেলার সেই সব ফাগুন।
জ্যোৎস্নায় ভেসে গেছে অনেক আঁধার ছায়ায়,
আর স্বপ্নেরা খুজে ফিরত আপন ঠিকানা
প্রতীক্ষা ছিলো বহুদিনের মশাল জ্বালার।
রক্তর কালিতে নাকি দেনা ছিলো
সেই দেনায় নাকি এই জন্ম
এই বেদনায় সেই সব আত্নারা করেছিলো নিঃশব্দ মিছিল।
তবু নাকি আমরা গাইছি মিথ্যের গান,
আমারা নাকি র্য়ে যাব এমন বহুকাল ।
বিনিদ্র রাতের পরিশ্রান্ত কিছু চোখ
আর নব প্রজন্মের প্রতিজ্ঞায় ভেঙ্গে যায়,
সেই সব অহমিকার বাঁধ
তবু শুকায় না ক্ষত ,
আছে আরও দেনা বাকি
অপক্ষায় থাক,
গুনে গুনে শুধিব,
উঠিবি তোরা চমকি।
আজ মিছিল হবে, উৎসব হবে
এই তোদের নিয়ে,
জাগ্রত আর ঘুমন্ত সব আত্নারা মিশে যাবে
আজ এই লাল-সবুজে মিছিলে।
(উৎসর্গ বাংলাদেশ ক্রিকেট দলের সকল টাইগারদের)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮