এবং তুমি...
আমি ভালবাসি- বিকালে বিরহের গান নিস্তব্ধ নিরবতা,
আমি ভালবাসি- তোমার দুষ্টামি আর তোমার হাজারো কথা...।
আমি ভালবাসি- প্রকৃতি নীল-আকাশ, রাতের তারা রাশিরাশি,
আমি ভালবাসি- তোমার স্নিগ্ধ আর উচ্ছল হাসি...।
আমি ভালবাসি- ঝরনা ধারা, শ্রাবনে ঝুমবৃষ্টি,
আমি ভালবাসি- তোমার নিবিড় চলা, আর মায়াবি দৃষ্টি...।
আমি ভালবাসি- কবিতা, বাশির সুর, আমার এই ছোট জীবন,
আমি ভালবাসি- মুক্ত বিহঙ্গের মত তোমার স্বচ্ছ-মন...।
আমি ভালবাসি- কাজল কালো ছোট টিপ, নুপর, হাতের রাখি,
আমি ভালবাসি- নীল-পদ্ম আর তোমার কাজল কালো আখি...।
আমি ভালবাসি- ঝুমকো লতা, গলার মালা, ছোট কানের দুল,
আমি ভালবাসি- আমাবস্যা রাতের মত তোমার ঘন কালো চুল...।
আমি ভালবাসি- চাঁদের মিষ্টি আলো, জোছনা ভরা রাত,
আমি ভালবাসি- নির্জনতায় একাকিত্বে তোমার বাড়ানো দুহাত...।
আমি ভালবাসি- নীলিমার নীল, সমুদ্র, অরন্নের ঘনসবুজ,
আমি ভালবাসি- তোমার সরলতা, যখন তুমি হয়ে যাও অবুঝ...।
আমি ভালবাসি- সুখ দুঃখ মিলানো প্রতিটি জীবনের ছন্দ,
আমি ভালবাসি- বাতাসে ছড়িয়ে থাকা, তোমার গায়ের সুগন্ধ...।
আমি ভালবাসি- প্রতিটি মানুষের হাসি, আনন্দ, সুখ,
আমি ভালবাসি- তোমার পাতলা ঠোঁট, আর মায়ায় ভরা মুখ...।
আমি ভালবাসি- রংধনুর সব কয়টি রঙের মেলা,
আমি ভালবাসি- তোমার স্মৃতি নিয়ে কাটাতে আমার সারাবেলা...।
আমি ভালবাসি- ভোরের সূর্যোদয়, দখিনের হিমেল হাওয়া,
আমি ভালবাসি- হৃদয় নীড়ে সারাক্ষণ তোমার আসা-যাওয়া ...।