ছলনা...।
রোকেয়া ইসলাম।
তোমাকে আজকাল খুব রহস্য ময় মনে হয়।
কেমন রহস্য করে কথা বল তুমি।
হয়তো তুমি নিজেই জানোনা,
তুমি কখন কি বল।।
মাঝে মাঝে এমন করে হেয়ালি করনা
আমি খুব ভয় পেয়ে যাই।
এমন করে ভালবাসার কথা বল
এমন করে আবেগের কথা বল,
আমি আসলে ভেবে পাইনা,
কোনটা ঠিক আর কোনটা ভুল।
কলরবে চঞ্চল মুক্ত ঝরানো,
এইযে তোমার মুখের হাসি...
চোখের ইশারায় কথা বলা,
দুষ্টমি ভরা চাহুনি,
এটা কি ছলনা?
তোমার চোখে কেবলি অস্থিরতা,
মনে হয় সারাক্ষন কি যেন খুঁজছ,
যেন কিছু পাবার আকাঙ্ক্ষা,
কিছু হারাবার ভয়।
আমি বুঝতে পারিনা কেন এই চঞ্চলতা?
মাঝে মাঝে তোমাকে কেমন আনমনা দেখি।
শেষ বিকালের মলিনতা যেন-
তোমার চেহারায় ফুটে উঠে।
ভাবি কার জন্য এই অস্থিরতা।
জানতে চেয়েছি অনেক দিন...
কিছুই বলনি আমায়।
সব কিছই কেমন রহস্য মনে হয়।
আমি ভেবে পাইনা, কোনটা সঠিক?
তোমার ভালোবাসার হাতছানি?
নাকি পুরোটাই ছলনা?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




