১৫.০৭.২০১২
সকাল ১১ টার দিকে রওনা দিলাম মতিঝিলের উদ্দেশে। আল্লাহ রহমতে ১.৩০ দিকে পোঁছালাম। মতিঝিলে কাজ সেরে সোজা চাঙ্খারপুল নান্নার বিরিয়ানি। আগে ভোগ তারপর ক্রয়।
মনে মনে নিয়ত ছিল মেরিডা কিনুম। কিন্তু ওইটা কপালে আছিল না।
নিজেও জানি না কি জিনিষ কিনলাম। ঠকলাম না জিতলাম তাও জানি না।
১৬.০৭.২০১২
রাত ১০ টার দিকে অফিস থেকে ফিরে বাসার সাম্নের দোকানের পাশে দাড়িয়ে আছি। এমন সময় এক ছেলে এসে দাঁড়াল দোকানের সামনে। সাথে মেরিডা ৫৫০। আগ্রহী হয়ে পরিচিত হলাম। যখন সে জানল সাইকেল কিনেছি তখন সে আমাকে তাদের গ্রুপ এর সদস্য হতে বলল। নরদান গ্রুপ উত্তরা।
(ধন্যবাদ ফাহিদ ভাই...আমাকে আমন্ত্রণ জানানোর জন্য)
পরিশেষে ধন্যবাদ ঠান্ডুমিয়া,সাগর,উদ্ভটফাহাদ ও আর অনেকেই যারা আমাকে সাইকেল কিনতে উৎসাহিত করেছে......
এখন শুধু দেখা হওয়া বাকি কারন এরপরই তো হবে......
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





