somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ও আঙ্গিকের লড়াই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবি নাটকের একটি দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা কবি। শিক্ষার্থী থাকাকালীন এই বিভাগে মনসার কথা, সীতায়ন, দ্রৌপদী শীর্ষক নাটকে কাজ করেছিলাম একাগ্রচিত্তে। যাঁর হাত দিয়ে এইসব নাট্যগাঁথার মঞ্চায়ন তিনি ইউসুফ হাসান অর্ক। বিভাগের শিক্ষক। কবি নাট্যের নির্দেশকও তিনিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত এই উপন্যাসকে মেলে ধরেছেন মঞ্চে। শুধুমাত্র নির্দেশনাই নয়, দিয়েছেন নাট্যরূপও- এবং অতিঅবশ্যই বর্ণনাত্মক আঙ্গিক মান্য করে।

বাংলাদেশ গ্রাম থিয়েটার [ঢাকা বিভাগ] ও ঢাকা থিয়েটায়ের আয়োজনে সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৬ উদযাপনের অংশ হিসেবে, ১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয় নাটকটি। ইউসুফ হাসানের প্রতিটি নাটকেই সংগীত বড় অংশজুড়ে থাকে। এটি যেমন তাঁর নিজস্বতার অভিজ্ঞান তেমনি বর্ণনাত্মক নাট্যের ঐতিহ্যিক ধারারও অনুগামী।

কবি নাটকেও ছিল না ব্যতিক্রম। চাঁদ তুমি আকাশে থাকো শীর্ষক গানের মধ্যদিয়ে যাত্রা শুরু। একই চরিত্রের আবরণে তখন তিন নারী মঞ্চে। পৃথক তাদের চেহারা। অথচ দৃশ্যায়নে ‘রাধাভাবের’ এমন উপস্থাপন আমাদের মধ্যে প্রবিষ্ট করে দেয় প্রেমময়তার আবেশ। তাতে দর্শক হিসেবে নিতে থাকি প্রস্তুতি। আমাদের চোখ বেয়ে নামে ডোমের সন্তান নিতাই এবং তার আকস্মিক কবিয়াল হয়ে ওঠা, সামাজিক স্বীকৃতিহীন প্রেম, অনটন, আত্মযন্ত্রণা ইত্যকার বিষয়। আর তার ফাঁকে ক্ষণে ক্ষণে উঁকি দিয়ে গেছে অপরাপর চরিত্র এবং ঘটনার যাবতীয়। শূন্য মঞ্চ। ফলে অভিনয় আর বর্ণনাই ছিল সেই অবাস্তবতার মধ্যে বাস্তব সময়ে নির্মিত সবকিছুর কেবলমাত্র উপাদান। এটি ঝুঁকিপূর্ণ বটে। তবে সেই ঝুঁকি সবাইকে নিয়ে সামর্থের সঙ্গেই মোকাবিলা করেছেন নির্দেশক।


নির্দেশক ইউসুফ হাসান অর্ক

বর্ণনাত্মক নাট্যের একটি বিশেষ বৈশিষ্ট্য বিভাগটি ধারণ করে আছে। বর্ণনার সঙ্গে সঙ্গে ক্রিয়া অর্থাৎ সংলাপ ও বর্ণনার ভেদরেখা ঘুচিয়ে দেয়া। ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের পরিবেশনাতেও বিদ্যমান একই বৈশিষ্ট্য। এটি একটি অতুলনীয় ম্যাজিক। রবীন্দ্রনাথ যেমন ফুলবাগান আনার পরিবর্তে দর্শকের চিত্তে জাগাতে চেয়েছেন পুরো পুষ্প উদ্যান, এই কৌশলও ঠিক তাই। এটিই ঐতিহ্যের ধারা।

আলোর অসামান্য ব্যবহার নেই ‘কবি’তে অথচ এরপরও মনে হয়নি দৃশ্য সৃষ্টি কোথাও হয়েছে বাধাগ্রস্ত। আর পোশাক সেতো যৎসামান্য। মূলত ফতুয়া, ধুতি, শাড়ি। বলাই বাহুল্য চরিত্রগুলোর সঙ্গে মানানসই। তবে নিতাই চরিত্র রূপায়নকারীর চলনে কখনও কখনও ধরা পড়েছে, ওই জীবন তিনি যাপন করেননি কোনোদিন। মনে হয়েছে একটু সতর্ক হওয়া প্রয়োজন। কালো মেয়ে ঠাকুরঝিকে মনে থাকবে বহুদিন, কিংবা মাসীর কথা। বসন্ত কিংবা বসন নিশ্চিতই মনে রাখবেন, ন্যূনতম দিয়েই স্বর্গ-মর্ত্য বুঝিয়ে দেয়া সম্ভব যেখানে, বাহুল্য সেখানে অপরাধ। সংগীত মনোগ্রাহী কিন্তু সমবেত অংশগ্রহণে টোল খেয়েছে সুর কখনো কখনো।


কবি নাটকের একটি দৃশ্য

দীর্ঘকালব্যাপী চর্চার ফলে চিন্তার যে কাঠামো গড়ে ওঠে তা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। ক্রমে অভ্যস্ত হয়ে যাওয়া ক্রিয়াকর্মের মধ্যদিয়ে নিজের ভেতরে যে অচলায়তনের সৃষ্টি হয়, ব্যতিক্রম সেখানে সহজে পায় না প্রবেশের অধিকার। এ কারণেই ঐতিহ্যবাহী ধারার আধুনিকায়নের শেষ দেখে ফেলতে চান অনেকে। যে আঙ্গিকবাদিতা নিয়ে এখনো বিভক্ত দেশের নাট্য পরিসর যারা কিনা কয়েকশ বছরের ঘেরাটোপেই বেঁধে ফেলতে চান আমাদের সূত্রসমূহকে, তারা বরং এর সমাপ্তি রেখা টেনে ক্লিশে একঘেয়েমিতেই মুখ গুঁজে থাক। আমরা একে বলতে চাই লড়াই। অচলায়তন ভাঙার লড়াই। ‘কবি’ নাটকে নিতাই যে লড়াই করেছিল তার সমাজের শ্রেণীগত বিভেদের সঙ্গে, সামাজিক স্বীকৃতিহীন প্রেমের সঙ্গে, সনাতন মানসিক আয়তনের সঙ্গে- বাংলা নাট্যে আঙ্গিকবাদিতার লড়াইটিও তারই সমান্তরাল। ইউসুফ নাট্যের অন্তর্গত আধেয়র সঙ্গে সঙ্গে ঐতিহ্যগত এই লড়াইটিকেও জারি রেখেছেন সমান তালে। নাটকটিকে দেখা যেতে পারে এই দৃষ্টিকোণ থেকেই। কেন এমন কথা বলছি? কারণ এই নির্দেশকের প্রায় সবগুলো নাট্যের উপস্থাপনই একই ধারার অনুবর্তী। আর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যে লড়াই ঐতিহ্যবাহী আঙ্গিক নিয়ে কবি তারই প্রতিনিধিত্বশীল উজ্জ্বল প্রযোজনা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। হরিন কিনবেন ??

লিখেছেন শাহ আজিজ, ১০ ই মে, ২০২৪ রাত ৮:৫৯



শখ করে বন্য প্রাণী পুষতে পছন্দ করেন অনেকেই। সেসকল পশু-পাখি প্রেমী সৌখিন মানুষদের শখ পূরণে বিশেষ আরো এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এবার মাত্র ৫০ হাজার টাকাতেই... ...বাকিটুকু পড়ুন

ঠিক কোন বিষয়টা মৌলবাদী পুরুষরা শান্তি মত মানতে পারে???"

লিখেছেন লেখার খাতা, ১০ ই মে, ২০২৪ রাত ১১:২৭


ছবি - গুগল।


ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন আর শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, রোজগার এর একটি চমৎকার প্ল্যাটফর্মও। একটু স্মার্ট এবং ব্রেন থাকলে ফেসবুক/ইনস্টাগ্রাম থেকে রোজগার করে... ...বাকিটুকু পড়ুন

আধখানা ভ্রমন গল্প!!

লিখেছেন শেরজা তপন, ১০ ই মে, ২০২৪ রাত ১১:৩৯


২০০২ সাল বান্দারবানের রিগ্রিখ্যাং-এর এই রিসোর্ট আজ সকালেই আমরা আবিস্কার করলাম! পাহাড়ের এত উপরে এই মোড়টাতে একেবারে প্রকৃতির মাঝে এমন একটা রিসোর্ট থাকতে পারে তা আমরা সপ্নেও কল্পনা করিনি।... ...বাকিটুকু পড়ুন

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

×