লাকার ডিজায়ার থিওরি নিয়া সলিমুল্লাহ স্যার একটা স্টেটাস দিয়েছিলেন, সেখানে কমেন্ট করছিলাম, সেই কমেন্টটাই আপনাদের জন্য শেয়ার দিলাম।
বাচ্চা কাদলে মা মুখে স্তন দেয়, মা ভাবে সে খেতে চাচ্ছে, বাচ্চা পিঠে চুলকালেও কাদতে পারে, কিন্তু মা বাচ্চার চাওয়া জানে না। এখানে মা চাচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াতে তাই বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের চাওয়াই এখন বাচ্চার চাওয়া হয়ে গেছে। বাচ্চা ভাবতেছে আমার পিঠ চুলকায়, মা পিঠ চুলকাইয়া না দিয়া আর আমারে দুধ খাওয়ায় কেন? মা চায় টা কি? আর মা ভাবতেছে দুধ খাওয়াইলাম ন্যাপিও ভেজা না তারপরেও হারামজাদা কান্দে ক্যান, হারামজাদাটা চায় কি আসলে?
পর/অপর বা লাকার ভাষার Other আসলে কি চায় আমরা জানিনা, মানুষের চাওয়াটা হইতেছে (আপনার ভাষায়) তার মা বা বাবার (other বা Other এর) চাওয়াটা কি সেটা খুজার কনসটেন্স প্রসেস। ঘুইরা ফিইরা ফ্যান্টাসি ।
মানুষ চায় ফ্যান্টাসি, আনরিয়েলিস্টিক ফ্যান্টাসি , যেই মূহুর্তে আমরা যা চাই তা পেয়ে যাই সেই মূহুর্তেই আর সেটা চাই না, সেটার প্রতি আগ্রহ থাকে না। Desire must have it's "object" perpetually absent, নইলে মজা নাই।
আমরা আসলে মিলিয়নিয়ার হতে চাই না, মিলিয়নিয়ার হতে চাওয়ার যে অনুভূতি বা ফ্যান্টাসি আছে সেটা চাই, যদি মিলিওনিয়ারই হতে চাইতাম তাহলে মিলিয়নিয়ার হওয়ার পর বিলিয়নিয়ার হতে চাই কেনো? এখন বলবেন আমরা আসলে বিলিয়নিয়ার হতে চাই, তাইলে বিলিয়নিয়ার হওয়ার পর ট্রিলিয়নিয়ার হতে চাই কেনো? আসলে আমরা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কোনোটাই হতে চাই না।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২০