তুমি না থাকলে কবিতারা আসে
অদৃশ্য পাখায় উড়ে সুরম্য কুঁড়েঘরে
আমার লেখার টেবিলে তৃণভোজি হরিণ শাবক
মধুর সণ্ধানে মোওয়ালের নির্নিমেষ সর্তক সংকেত
ছদ্মবেশী মুখোশের আড়ালে মৌমাছির বিদ্রোহী হুল
আত্মহননের উৎসবে মাতে আমাকে বিষ দিয়ে
আরো আসে স্বর্গের দেয়াল ভেঙে কামাসক্ত হুর
জমাট রক্ত থেকে জেগে উঠা শ্বেতকণিকার জনক
অমৃতরসে টইটুম্বুর সাদা বিছানার চৌবাচ্চা
কুচকুচে কালো নিগ্রো বালিকার সুঠাম আলিঙ্গন
এতো কিছুর হুলোস্থুলে তুমি না এলেই ভালো
তুমিতো আসো একগাদা বাজারের ফর্দ নিয়ে
বাসাভাড়ার রিসিট-হাত খরচের লম্বা হাত নিয়ে
আসো অতৃপ্ত মনের চুলায় গ্যাসের চাবি হাতে
কুশপুত্তলিকা দাহ করো প্রতিদিন।
তুমি আসলেই আমি হই রোবট ভাস্কর্য
দ্বৈতসত্তার তীব্র সুতার টানে ছিঁড়ে যায় ঘুড়ি
বারবার পাক খাই,উলট পালট হই,দোল খাই
তুমি না থাকলেই আমি হই শিল্পপুরুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





