এইসব উপযোজন দুই আঙ্গুলের চিমটি কাটা সুখ
পানিতে ডুব দিয়ে পাখির ঝেড়ে ফেলা উচ্ছিষ্ট জল
অথবা চলন্ত ট্রেন থেকে বিচ্যুত বগির উর্ধ্বশ্বাস দৌড়
মগজের ভিতর ঢুকিয়ে বর্ণান্ধ অক্ষরের গান পাউডার
উড়িয়ে দিতে ইচ্ছে করে সব কবিতার অনাগত প্লট।
নিশ্চিদ্র রাতে গান গায় ঝিঁ ঝিঁ পোকা
হেরোইনখোর এক মাতাল বেশ্যা হেঁটে যায় গলির ভেতরে
কুকুরের খাবারের সন্ধানে ছুটোছুটি তখনো থামে নি
নাইটগার্ডের ঝিমুনি ধরা বাঁশির অস্ফুট চিৎকারে
এইসব কবিতারা বিদ্রুপের হাসিতে লুটায়
আমাকে ডেকে নিয়ে যায় ড্রেনের দুর্গন্ধ জঙ্গমে।
এইতো আমার ঠিকানা কল্পিত স্বর্গীয় উদ্যান
মিহি করে বাটা মেহেদি পাতার প্রলেপ
আমার আত্মজ
আমি কি ঈশ্বরের বার্তাবাহক
আমি কি শব্দ শিল্পী
আমি কি সময়ের চূড়ান্ত রুপ
আমার ভেতর থেকে আসা সত্যের আলপনা
জন্ম দেয় এক একটি সভ্যতা
জন্ম দেয় অবতার
জন্ম দেয় পবিত্র পুস্তক
তবে এই দৃশ্যকল্প মিথ্যা নয়
মিথ্যা নয় এই শব্দ সিঁড়ি
মিথ্যা নই আমার আমি
মিথ্যা নয় তবে এই কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





