স্যালাইন, টর্চ, মেডিকেল গ্লাভস, বিস্কুটের প্যাকেট, দরকারী ওষুধ এগুলোর জন্য ফেসবুকে সাহায্য চাওয়া হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সবাইকে পেছনে ফেলে উদ্ধার কাজে সাধারণ মানুষই এগিয়ে এসেছে সবচেয়ে বেশি। এসব ছোট ছোট দরকারি জিনিষগুলোও হয়তো মানুষ পৌছে দেবে।
তবে আমি ভাবছি সরকারের চরম অবহেলা ও অব্যবস্থাপনার কথা।
সরকারেরর কোষাগারে আজ বিস্কুট, গ্লাভস,ওষুধ কেনার টাকা নাই! কিন্তু শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা দরবেশরা আজ কোথায়? প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ব্যাংকের মালিক হয়েছেন তারা কোথায়?
আসলে আপনাদের চরিত্র গার্মেন্টস মালিকদের মতোই যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে হোটেলে রাত কাটায় অথচ গরীব শ্রমিকের ন্যায্য পাওনা দিতে চায় না। ধিক্ আপানাদের ধিক্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





