শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, রাজাকার এই তিন টা শব্দ আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। শ্রোদ্ধা করি যেমন সময়ের সাহসী সন্তান দের কে তেমনি ঘৃনা করি ততোধিক রাজাকারদের কে। জাইহোক এই বিসয় তা নিয়ে গত ৩৫ বসর ধরে হয়েছে অনেক কন্দল, অনেক মারামারি; তৈরী হয়েছে "গন আদালত", সৃস্টি হইছে অনেক রাজনৈতিক ইস্যু। অনেকে এটা নিয়ে কথা বলেছেন, অন্য দেশের কাছে ধামা ধরেছেন..."টু পাইস" ইনকাম করেছেন কিন্তু যা করা হইনি কিন্তু করা দরকার ছিল তা হল শহীদ মুক্তিযোদ্ধা দের স্বীকৃতি দান করা, বেচে আছেন যারা তাদের কে পুনর্বাসন করা সর্বপরি একটা "জ়াতীয় ডাটাবেজ" বানান যেখানে সবার তালিকা থাকবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম যেখান থেকে সঠিক ইতিহাস জানবে।
এই হিসাবে আমার এক্তা ক্ষুদ্র প্রয়াস!!!।
http://www.quazi.info/Mukti
আগেই ক্ষমা চাইছি খুব সিম্পল ওয়েব ডিজাইন এর জন্য। ব্যাস্ততা এক্তা কারন। Context writing এর জন্য আপনা হেল্প করতে পারেন অথবা নীজেরাও এর থেকে ভাল একটা ওয়েব সাইট বানাইতে পারেন।
শেষ কথা হল, ভাল একটা সঠিক পাবলিক ডাটাবেজ যেমন অনেক ভন্ড মুক্তিযোদ্ধাদের কে এলিমিনেট করবে সেই সাথে হইত আর দেখতে হবে না কনো মুক্তিযোদ্ধা নামের সময়ের সাহসী সন্তান দের কে আভাবের তারনাই ভিক্ষাবৃত্বি করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






