নিউজ ফ্ল্যাশঃ প্রথম আলো।
শামীম ওসমানের আরো ৮ বছর কারাদন্ড হইছে। এই নিয়ে টোটাল দারাল ৮+৩=১১ বছর।
তিনি আসলে তেমন কনো অন্যায় করেন নি। আয়কর ফাকি এবং সম্পদের হিসাব গোপন করেসেন, এতে ৮ বসর আর এর আগে নির্ধারিত সমেয় কতৄপক্ষের কাছে সম্পদের হিসাব দেন নি এই জন্য ৩ বসর।
আসলে কি কমু উনি ভাই গডফাদার মানুষ। সবাই অনারে মান্য করে চলে। দেশ স্বাধীন করছেন, রাজাকার নিধন করেছেন, সম্পত্তি যা হইছে এতা জনগন এমনি দিয়া গেছে, আশলে নারায়নগংজ ওনার, দুদক এতা বুজবার পারেনি।
যায় হক এনারা অতিশ্য় সম্মানিত ব্যাক্তি। ইহাদের নামে এত বড় আবিচার কেন করা হইতেছে এই জন্য আমরা সেনাবাহীনি প্রধান এর অপসারন চাই। কিছু দিন আগে দেখলাম একজন মুত্র দারা সেনা দাহীনি কে ধৌত করলেন। বেশ করেছেন। এদের শাস্তি এমন ই হওয়া উছিত, কিন্তু শামীম ওসমান দের জন্য কি যমযমের পানি সারা হইব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






